ব্যাহত হবে খড়্গপুর শাখার ট্রেন চলাচল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল দক্ষিণ-পূর্ব রেল - Aaj Bikel
ব্যাহত হবে খড়্গপুর শাখার ট্রেন চলাচল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল দক্ষিণ-পূর্ব রেল

ব্যাহত হবে খড়্গপুর শাখার ট্রেন চলাচল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল দক্ষিণ-পূর্ব রেল

Share This

কলকাতা: খড়্গপুর-ভদ্রক শাখায় নারায়ণগড়-বেনাপুর-হিজলি স্টেশনের মাঝে তৃতীয় লাইন তৈরির জন্য রবিবার থেকে টানা ১৭ দিন ট্রেন চলাচল ব্যাহত হবে ওই শাখায়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ৮ এপ্রিল, রবিবার থেকে ২৪ এপ্রিল পর্যন্ত খড়্গপুর ও হিজলির মাঝে আপ ও ডাউন প্যাসেঞ্জার ট্রেন (৬৮৬৪৩/৪৪/৪৫/৪৬), শালিমার ও ভঞ্জপুরের মাঝে ইন্টারসিটি সিমলিপাল এক্সপ্রেস (১৮০০৭/০৮), খড়্গপুর ও বেলদার মাঝে মেমু প্যাসেঞ্জার (৬৮০৪৮/৪৭) বাতিল করা হচ্ছে। মহিলাদের বিশেষ ট্রেন চলবে খড়্গপুর ও হাওড়ার মাঝে।

উল্লেখিত সময়সীমার মাঝে শনি ও রবিবার বাতিল করা হচ্ছে খড়্গপুর ও বালাসোরের মাঝে ০৮০৩৫/৩৬ ইএমইউ প্যাসেঞ্জার। হাওড়া-বেলদা-জলেশ্বর (৬৮০০৭, ৬৮০০২) বাতিল হবে আগামী ১৪ এপ্রিল। খড়্গপুর ও বালাসোরের মাঝে (৬৮০২১/০২২) যাত্রীবাহী ট্রেন বাতিল ঘোষণা হয়েছে ১৭ এপ্রিল। এ ছাড়াও, আগামী ১৪ এপ্রিল ৬৮০২১ খড়্গপুর-বালাসোর প্যাসেঞ্জার ট্রেন খড়্গপুর থেকে ছাড়বে নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাদে। ২১ এপ্রিল ভদ্রকগামী প্যাসেঞ্জার ট্রেন (৫৮০০৭) নির্ধারিত সময়ের বদলে খড়্গপুর থেকে ছাড়বে সকাল আটটায়।

কোন মন্তব্য নেই: