সোনারপুর: সেলস্ ম্যান সেজে ফ্ল্যাটে ঢুকে টাকা পয়সা ও সোনার গহনা লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার মানিকপুর সুভাষ ব্লকে। শুক্রবার বিকেলে এক যুগল নিজেদের সেলস্ ম্যান পরিচয় দিয়ে এই ফ্ল্যাটে সুগন্ধি বিক্রি করতে আসে। সেই সময় ফাঁকা ফ্ল্যাটে থাকা একমাত্র মহিলা মানসী দাশগুপ্তকে সুগন্ধি দেখানোর নাম করে রাসায়নিক দিয়ে বেহুঁশ করে ঘরের সমস্ত কোনে লুটপাট চালায়। নগদ টাকা ও সোনার গহনা লুট হয়েছে তবে ঠিক কি কি লুট হয়েছে সে বিষয়ে এখনো পরিষ্কার করে জানা যায়নি। খবর পেয়ে শুক্রবার রাতেই সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় সাধারন মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিদিনের মতো মানসী দেবীর ছেলে ও বৌমা অফিসে বেড়িয়ে গেলে তিনি একাই ছিলেন ফ্ল্যাটে। বিকেল চারটে নাগাদ এক যুবক ও যুবতী নিজেদের সেলস্ ম্যান পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে ঢোকে। তারা সুগন্ধি বিক্রি করতে এসেছে বলে জানায়। এরপর সুগন্ধি পরখ করানোর নাম করে মানসী দেবীর উপর রাসায়নিক প্রয়োগ করলে ঘটনাস্থলেই জ্ঞান হারান বছর পঞ্চাশের ঐ মহিলা। সেই সুযোগে ফাঁকা ফ্ল্যাটের সমস্ত জিনিষপত্র তছনছ করে বেশকিছু সোনার গহনা ও নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। যাওয়ার সময় মানসী দেবী ও তার পাশের ফ্ল্যাটটিতে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়ে যায়। পরে আশপাশের ফ্ল্যাটের মানুষজন কিছু একটা হয়েছে বুঝতে পেরে সন্ধ্যে নাগাদ ফ্ল্যাটের দরজা খুলে দেখেন ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পরে আছেন মানসী দেবী। তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে রাতেই স্থানীয় কাউন্সিলর ও সোনারপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় জড়িত কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন