শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জির অবস্থায় আশঙ্কাজনক - Aaj Bikel
শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জির অবস্থায় আশঙ্কাজনক

শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জির অবস্থায় আশঙ্কাজনক

Share This

মুম্বই: শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জিকে। শুক্রবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তৎক্ষণাৎ তাকে দক্ষিণ মুম্বইয়ের বাইকুল্লার জেজে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, ইন্দ্রাণী মুখার্জিকে হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন তিনি স্বজ্ঞানে ছিলেন না। ঘোরের মধ্যে প্রলাপ বকছিলেন। প্রসঙ্গত, মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি রয়েছেন শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা আইএনএক্স মিডিয়ার প্রধান ইন্দ্রাণী মুখার্জি। ২০১২ সালে শিনা ভোঁরা কে অপহরণ করে খুন করা হয়। শিনা বোরাকে খুন করার অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্তকারী আধিকারিকরা তখন ইন্দ্রাণী মুখার্জিকে গ্রেফতার করে।

কোন মন্তব্য নেই: