কলকাতা : ২০১৬-’১৭ অর্থবর্ষে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন শাখায় যাত্রীর সংখ্যা এবং আয়, আগের বছরের তুলনায় দুটোই বেড়েছে। গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে এই আয় ৫ দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ২০৩০ দশমিক ৩২ কোটি টাকা। ২০১৬-’১৭ অর্থবর্ষে যাত্রী পরিবহণথেকে আয় ছিল ১৯২৬ দশমিক ৮৭ কোটি টাকা। মোট যাত্রী আয় ২০৩০.৩২ কোটি টাকার মধ্যে শহরতলীতে ছিল ১০৫.৮০ কোটি টাকা এবং অন্যত্র আয় হয়েছে ১৯২৪.৫২ কোটি টাকা। ২০১৭-’১৮ অর্থবর্ষে যাত্রী পরিবহণের মোট সংখ্যা ছিল ২৫ কোটি ৯৬ লক্ষ ২০ হাজার।
বেড়েছে ২০১৭-১৮তে পণ্য পরিবহণ খাতের আয়ও। ২০১৬-’১৭তে এই আয় ছিল ১১১৬৮.০৮ কোটি টাকা। গত ৩১ মার্চ তা বেড়ে হয়েছে ১২০৬২.৭৭ কোটি টাকা। ফলে, মোট ৮৯৪.৬৯ কোটি টাকা অর্থাৎ ৮.০১ শতাংশ আয় বেড়েছে। ২০১৬-১৭ বর্ষে ১৪ কোটি ৭৭ লক্ষ ৩০ হাজার টন পণ্য পরিবহণণের তুলনায় ২০১৭-১৮ বর্ষে ২.০৫ শতাংশ পণ্য পরিবহণ বেড়ে হয়েছে ১৫ কোটি ৭ লক্ষ ৬০ হাজার টন।
দক্ষিণ পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন