কলকাতা : সোমবার কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের আইনজীবিদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আইনজীবিদের লাগাতার ধর্মঘটের ফলে সঙ্কট দেখা দিয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে আগামী সপ্তাহের মধ্যে পাঁচজন নতুন বিচারপতি নিয়োগ করতে পারে কেন্দ্র। নতুন বিচারপতি নিয়োগ হলে ডাকে চলা আইনজীবীদের দু’মাস ব্যাপী দীর্ঘ কর্মবিরতির অবসান ঘটতে পারে।
হাইকোর্টে ৭৩ জন বিচারপতির মধ্যে ৩৯টি শূন্যপদ আছে। আইনজীবীদের অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক বিচারপতি না থাকার ফলে বহু মামলার নিষ্পত্তি হচ্ছে না। শুনানি পিছিয়ে যাচ্ছে। বহুবার এব্যাপারে কেন্দ্র এবং সুপ্রিম কোর্টকে জানিয়েও ফল হচ্ছে না| বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার এ কথা জানিয়ে বলেন, যদি কেন্দ্রীয় আইন মন্ত্রক এই নিয়োগের নোটিফিকেশন দেয় তাহলেই তাঁরা কর্মবিরতি তুলে নেবেন।
উত্তমবাবু বলেন, বারবার বলেও বিচারপতি না মেলায় গত ১৯ ফেব্রুয়ারি থেকে টানা কর্মবিরতির ডাক দেন তাঁরা। এখনও বিচারপতি নিয়োগ না হওয়ায় সম্প্রতি কর্মবিরতির মেয়াদ আগামী ১৯ তারিখ পর্যন্ত বাড়ানো হয়।
অভিযোগ, শুধু কর্নাটক হাইকোর্ট ছাড়া বেশিরভাগ রাজ্যেই বিচারপতিদের অর্ধেক আসন ভর্তি। আইন মন্ত্রকের তথ্য অনুযায়ী গত দু’বছরে মাত্র ৭ জন বিচারপতি নিয়োগ হয়েছিল, দেশের বিভিন্ন হাইকোর্টে। তার মধ্যে কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হয় মাত্র একজন বিচারপতিকে। আইনজীবীদের কর্মবিরতি ওঠার ইঙ্গিত পেতেই আশায় বিচারপ্রার্থীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন