জামিন পেলেন সলমন, সাজা ঘোষণা অাপাতত স্থগিত - Aaj Bikel
জামিন পেলেন সলমন, সাজা ঘোষণা অাপাতত স্থগিত

জামিন পেলেন সলমন, সাজা ঘোষণা অাপাতত স্থগিত

Share This

যোধপুর  : আপাতত স্বস্তিতেই খাকছেন বলিউড ‘ভাইজান’ সলমান খান। শনিবার কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সাজাপ্রাপ্ত বলিউড তারকা সলমন খানের জামিন মঞ্জুর করল যোধপুর অাদালত৷ পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এদিন যোধপুর দায়রা অাদালতের বিচারক রবীন্দ্র যোশি জামিন মঞ্জুরের পাশাপাশি এই মামলার শাস্তি অাপাতত স্থগিত রাখার অাদেশ দিয়েছেন। অাদালত সূত্রে খবর, জামিন সংক্রান্ত কাগজপত্র তৈরি করে যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে এদিন সলমন জেল থেকে ছাড়া পেতে সন্ধ্যা গড়িয়ে যেতে পারে। তবে তাঁকে বিদেশে যাওয়ার আগে অনুমতি নিতে হবে আদালতের।

দুদশক অাগে রাজস্থানের কঙ্কনি গ্রামে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিং করতে গিয়ে বিরল প্রজাতির হরিণ শিকার করেন সলমন খান। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন তিনি। তাঁকে ৫ বছরে কারাদন্ডের সাজা দেয় আদালত। তবে এই অাদেশ বিবেচনার জন্য যোধপুর দায়রা অাদালতে জামিনের অাবেদন জানান ভাইজানের আইনজীবীরা। এদিন সকালে জামিনের অাবেদনে শুনানি হয়। শুনানি শেষে এদিন তাঁর জামিন মঞ্জুর করেন যোধপুর দায়রা অাদালতের বিচারক রবীন্দ্র যোশি। টানা ৪৮ ঘন্টা জেলে থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন টাইগার। তবে আগামী ৭ মে ফের আদালতে হাজিরা দিতে হতে সল্লু মিঁঞাকে।

কোন মন্তব্য নেই: