নিম্নপ্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসে বৃক্ষ রোপণ - Aaj Bikel
 নিম্নপ্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসে বৃক্ষ রোপণ

নিম্নপ্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসে বৃক্ষ রোপণ

Share This


শিলচর   :  গোটা বিশ্বের সঙ্গে সংগতি রেখে এবং অসম সরকারের শিক্ষা বিভাগের জারি করা বিদ্যালয় দিনপঞ্জি অনুসারে আজ অর্থাৎ ৭ এপ্রিল ২০১৮ তারিখে কাছাড় জেলার কাটিগড়া ব্লকের অন্তর্গত তারিণীপুর ক্লাস্টারের হারাংপার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।
এদিন বিদ্যালয়ের নিয়মিত প্রার্থনা সভা ও উপস্থিতি গণনার পর বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত কার্ষসূচি আরাম্ভ হয়।

প্রথমে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি স্থানীয় আশাকর্মী সোফিয়া বেগম চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

দ্বিতীয় কার্যসূচি হিসেবে ছাত্রছাত্রীদের ওজন, উচ্চতা, ইত্যাদি মাপ নিয়ে নিয়মিতভাবে স্বাস্থ্য তালিকা পঞ্জিয়নবদ্ধ করা হয়। ছাত্রছাত্রীদের দাঁত, নখ, পরিষ্কার পরিচ্ছন্নতা পরীক্ষা করে দেখেন স্থানীয় আশাকর্মী সোফিয়া বেগম চৌধুরী। অনুষ্ঠানের শেষ অংশে স্বাস্থ্য সম্পর্কীয় এক সজাগতা সভার আয়োজন করা হয়। সভায় মুখ্য অতিথি সোফিয়া বেগম চৌধুরী ছাত্রছাত্রী তথা উপস্থিত অভিভাকদের পরিষ্কার পরিছন্নতার ওপর জোর দিয়ে বলেন, সুস্থ ও ভালো নিরোগ শরীরই আমাদের সামাজিক তথা মানসিক অগ্রগতির একমাত্র উপায়। তিনি আরও বলেন, আমরা যদি এক সুন্দর জীবন চাই তবে আমাদের নিরোগ থাকতে হবে। এ প্রসঙ্গে তিনি গাছপালা লাগানোর ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য পেশ করেন। বলেন, নিয়মিত গাছপালা লাগাতে হবে। কারণ গাছপালা পরিবেশকে নির্মল রাখে এবং তা সুস্থ রাখতে সহায্য করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা বেগম মজুমদার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হলে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। নিয়মিত খাদ্য গ্রহণ ও পরিষ্কার পরিছন্নতা বজায় রাখতে হবে। তার পর বিদ্যালয়ের শিক্ষিকা আজিজা হোসেন চৌধুরী ও তাপস দাস বক্তব্য পেশ করেন। তাপসবাবু ছাত্রছাত্রীদের পরিষ্কার পরিছন্নতা বজায় রাখার কথা উল্লেখ করে বলেন, প্রাথমিকস্তরের বিদ্যালয়ের শিশুরা নিজের বাড়ির আশপাশের জনগণকে এ বিষয়ে সজাগ রাখতে এক বড় ভূমিকা পালন করতে পারে। তিনি অনুষ্ঠানের মুখ্য অতিথিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই: