মঙ্গলবার বসছে নিতি আয়োগের বৈঠক, হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত - Aaj Bikel
মঙ্গলবার বসছে নিতি আয়োগের বৈঠক, হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মঙ্গলবার বসছে নিতি আয়োগের বৈঠক, হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Share This

আগরতলা: আগামী ১০ এপ্রিল ত্রিপুরার রাজধানী আগরতলায় বসছে নিতি আয়োগের বৈঠক। শনিবার রাতে রাজ্য প্রশাসনের কাছে এ সম্পর্কে খবর এসেছে।

বৈঠকে যোগ দিতে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও তাঁর আসার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আসছেন বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলকে প্রাধান্য দিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রস্তাবিত এই বৈঠক ঘিরে জোর তৎপরতা চলছে।

বিভিন্ন কারণে ত্রিপুরায় নিতি আয়োগের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠককে কেন্দ্র করে আগামী ১০ এপ্রিল রাজ্যে অবশ্যই এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এটা বলা যায়, আগামী ১০ এপ্রিল রাজ্যের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিনও।

আগরতলায় প্রথমবারের মতো নিতি আয়োগের বৈঠক বসতে চলেছে। শনিবার সন্ধ্যায়ও রাজ্য প্রশাসনের অনেক আধিকারিক এমনটাও যে হতে পারে তা জানতেন না। জানা গিয়েছে, আগামী ১০ এপ্রিল সোনারতরীর অতিথিশালায় এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ অধিকারিক জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে সোমবার রাজ্যে চলে আসবেন ডোনারমন্ত্রী জিতেন্দ্র সিং-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা। ১০ এপ্রিল দুপুরে সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হওয়ার কথা।

তথ্য সংস্কৃতি দফতর সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার বিষয়েও কথাবার্তা চলছে। তবে এই বৈঠকে প্রধানমন্ত্রীর আসা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এক ঘণ্টার জন্য এসে উদ্বোধনী ভাষণ দিয়ে ফিরে যাবেন। আর তা সম্ভব না-হলে তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণ দেবেন। বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের ঐকান্তিক প্রচেষ্টাকে কেন্দ্র করেই কেন্দ্র অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য প্রাশাসনের জনৈক আধিকারিকের মতেও আগামী ১০ এপ্রিল রাজ্যে নিতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে। বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি বিষয়ে রাজ্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের দিল্লিতে থেকে বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে কথা বলে রাজ্যের উন্নয়নে প্রকল্পের বাস্তবায়নে জোরালো দাবি এবং প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে উন্নয়নকে ত্বরান্বিত করার মতো বিষয়গুলোও আছে।

কোন মন্তব্য নেই: