গোল্ডকোস্ট,: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ৪-৩ গোলে জয় পেল ভারতীয় হকি দল৷ এর আগে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে ভারত৷ পাকিস্তান ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে ওয়েলসের বিরুদ্ধে ভারত নতুন উদ্যমে লড়াই শুরু করে৷ যদিও ব্রিটিশ দলটি আগাগোড়া টক্কর দিয়ে যায় মনপ্রীত সিংদের৷ ওয়েলসের ড্র্যাগ ফ্লিকার গ্যারেথ ফুরলং হ্যাটট্রিক করলেও দলকে জেতাতে ব্যর্থ হন৷
ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকে৷ দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করে এগিয়ে যায় ভারত৷ ১৬ মিনিটে এসভি সুনীলের ক্রস থেকে গোল করেন দিলপ্রীত সিং৷ তবে গোল শোধ করতে বিশেষ সময় নষ্ট করেনি ওয়েলস৷ ১৭ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে গোল করে ওয়েলসকে সমতায় ফেরান গ্যারেথ৷দ্বিতীয় কোয়ার্টারেই ভারত পুনরায় লিড নিয়ে নেয়৷ ২৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন মনদীপ সিং৷ তৃতীয় কোয়ার্টারে ওয়েলস পুনরায় ম্যাচে সমতা ফেরায়৷ ৪৪ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে দ্বিতীয় গোল করেন গ্যারেথ৷
শেষ কোয়ার্টারে মোট তিনটি গোল হয়৷ ৪৮ মিনিটে ভারত পেনাল্টি কর্ণার পেয়েও গোল করতে ব্যর্থ হয়৷ ৫৫ মিনিটে আরও একটি পেনাল্টি কর্ণার নষ্ট করে ভারত৷ ৫৬ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোল করেন হরমনপ্রীত সিং৷ ৫৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকেই হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ওয়েলসকে তৃতীয়বার ম্যাচে সমতায় ফেরান গ্যারেথ৷ ৫৮ মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোল করেন এসভি সুনীল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন