বেজিং: কিছুতেই মিটছেনা চিন-ভারতের সীমান্ত সমস্যা| চিন একটার পর একটা বিরোধ করেই চলেছে| ডোকলামের পরে ভারত আর চিনের মধ্যে এবার অরুণাচল প্রদেশ নিয়ে সমস্যা তৈরি হল৷ চিনের সেনা বিরোধিতা করে জানিয়েছে, ভারতীয় জওয়ানরা নাকি সীমারেখা অতিক্রম করেছে৷ চিনের দাবি সীমা রেখার অন্তর্গত অফসিলা অঞ্চল নাকি তাদের সীমানায় পড়ছে| যদিও ভারতীয় সেনা চিনের এই দাবি ফুত্কারে উড়িয়ে দিয়েছে|
সেনাবাহিনী সূত্রে খবর, মার্চ মাসের ১৫ তারিখ অরুণাচলের কিবিথুতে দাইমাই পোস্টে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে বর্ডার পার্সোনেল মিটিংয়ে এই অভিযোগ তোলে চীন। কিন্তু ভারতীয় সেনার পক্ষ থেকে সেই অভিযোগ খারিজ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অরুনাচল প্রদেশের সুবানসিরি অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় জওয়ানরা সেখানে প্রতিনিয়ত প্রহরা দেয়। অফসিলা অঞ্চলে ভারতীয় সেনার টহলকে নিয়ে চিনের হঠাৎ এই বিরোধিতা একেবারেই আশ্চর্যের বিষয়৷ ওই অঞ্চলে চিনা সেনারা মাঝেমধ্যেই প্রবেশ করে৷ এই বিষয়টি ভারতীয় সেনা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে৷ এর আগেও চিন এই অঞ্চলে বেআইনি নির্মাণ কাজ চালানোর চেষ্টা করেছিল৷
ভারতীয় সেনা এই ঘটনার কড়া বিরোধিতা করে৷ এরপর চিন সেই বেআইনি নির্মাণকার্য বন্ধ করতে বাধ্য হয়৷ চীনের পিপলস লিবারেশন আর্মির অভিযোগ, আসফিলায় ভারতীয় সেনা তাদের নজরদারি ও প্যাট্রলিং বাড়িয়ে দিয়েছে। ফলে সেখানে অশান্তি বাড়তে পারে। চীন সেনার এই দাবি পত্রপাঠ খারিজ করে দেয় ভারতীয় সেনাবাহিনী। উল্টে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেওয়া হয় ভারতীয় সেনা যেখানে আছে, সেখানে থাকবে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে চীন। বর্ডার পার্সোনেল মিটিংয়ে দুই দেশের সীমান্ত পার করে একে অপরের সীমানায় প্রবেশ করার ঘটনাগুলির বিষয়ে আলোচনা করা হয়৷ সীমান্তে এই বেআইনি অনুপ্রবেশের কারণে যাতে সীমারেখায় কোনও সমস্যা তৈরি না হয় তা দেখা হয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন