ভারোত্তোলনে ভারতকে জোড়া সোনা সতীশ কুমার ও রাহুলের - Aaj Bikel
ভারোত্তোলনে ভারতকে জোড়া সোনা সতীশ কুমার ও রাহুলের

ভারোত্তোলনে ভারতকে জোড়া সোনা সতীশ কুমার ও রাহুলের

Share This

গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমসে ভারতের সোনার দিন। শনিবার টিম ইন্ডিয়ার ঝুলিতে উঠল জোড়া স্বর্ণ পদক। দুটি সাফল্যই এসেছে পুরুষদের ভারোত্তোলন ইভেন্টে। ৭৭ কেজি বিভাগে সতীশকুমার শিবলিঙ্গম এবং ৮৫ কেজি বিভাগে ভেঙ্কট রাহুল রাগালা সোনা জিতলেন। গোল্ড কোস্ট গেমসে এই নিয়ে মোট চারটি সোনা জিতল ভারত। সবকটিই এনে দিয়েছেন ভারোত্তোলকরা। প্রথম দিনে মীরাবাঈ চানু মেয়েদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন। দ্বিতীয় দিনে সঞ্জিতা চানু মেয়েদের ৫৩ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হন। এছাড়াও ভারোত্তোলনে পি গুরুরাজ রুপো এবং দীপক লাথের ব্রোঞ্জ জিতেছিলেন।

কোন মন্তব্য নেই: