মাদ্রাসা কমিশনের বৈধ্য? আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি - Aaj Bikel
মাদ্রাসা কমিশনের বৈধ্য? আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি

মাদ্রাসা কমিশনের বৈধ্য? আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি

Share This

নয়াদিল্লি: মাদ্রাসা সার্ভিস কমিশনের বৈধতা নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছে। সম্প্রতি বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি উদয় উমেশ লোলিতের বেঞ্চে মামলার শুনানির সময় সরকারি অনুমোদিত মাদ্রাসাগুলিকে সরকারি অনুদান দেওয়ার প্রসঙ্গটি ওঠে। সরকারি অনুমোদিত মাদ্রাসাগুলি সরকারের কাছ থেকে অনুদান পায়। অন্য সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের অনুদান পায় কি না, তা রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান বিচারপতিরা। আগামী ১২ এপ্রিল মামলার ফের শুনানি হবে। 

গত ২০১৫ সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের বৈধতা নেই বলে রায় দেয়। মাদ্রাসার মতো সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা যায় না বলে জানিয়ে দেয় হাইকোর্ট। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসাগুলিকে সরাসরি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের অধিকার দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ২০১৬ এর মার্চ মাসে মামলা দায়ের করে মাদ্রাসা শিক্ষকদের একটি সংগঠন। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়।

তারপর দুই বছর ধরে মামলার শুনানি চলছে। মামলা চলার কারণে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষিত হওয়ার পর মৌখিক পরীক্ষা নিলেও, কাউকে নিয়োগ করা হয়নি। প্রায় পাঁচ হাজার শিক্ষকের শূন্যপদের কারণে মাদ্রাসাগুলিতে পড়াশোনা ব্যাহত হচ্ছে। এনিয়ে আন্দোলনে নেমেছে শিক্ষকদের সংগঠনগুলি। শতাধিক মাদ্রাসার পরিচালন কমিটি সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদনও করেছে। আবেদনকারীদের বক্তব্য, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলি প্রকৃত অর্থে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান নয়। তাই এখানে সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা যায়।

কোন মন্তব্য নেই: