বাস দুর্ঘটনায় নিহত ১৫ হকি খেলোয়াড় - Aaj Bikel
বাস দুর্ঘটনায় নিহত ১৫ হকি খেলোয়াড়

বাস দুর্ঘটনায় নিহত ১৫ হকি খেলোয়াড়

Share This


ওট্টাওয়া: মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ১৫ আইস হকি খেলোয়াড়। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় পশ্চিম কানাডার সাসক্যাটচেয়ান প্রদেশের রেজিনা থেকে ১৮৫ মাইল উত্তরে টিসডালিতে একটি বেপোরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের দিক একেবারে দুমড়ে মুছড়ে যায়। সাধারণ যাত্রী ছাড়াও বাসটির মধ্যে হামবোলডট ব্রোনকস জুনিয়র দলের আইস হকি খেলোয়াড়েরা ছিল। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১৪কে নিহত বলে ঘোষণা করে। পরে চিকিৎসা চলাকালীন আরও ১ জনের মৃত্যু হয়। মৃতেরা প্রত্যেকেই হামবোলডট ব্রোনকস জুনিয়র দলের সদস্য।

সাসক্যাটচেয়ান জুনিয়র হকি লিগের সেমিফাইনাল ম্যাচ খেলতে নিপাউইন শহরে যাচ্ছিল। অন্যদিকে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে শনিবার এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডার। এই শোকবার্তায় তিনি জানিয়েছেন, মর্মান্তিক বাস দুর্ঘটনায় হামবোলডট ব্রোনকস ১৪ জনের মৃত্যুতে গোটা দেশ শোকাহত। পাশাপাশি নিহতদের পরিবারবর্গের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। কী কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

কোন মন্তব্য নেই: