কলকাতা: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রায় এক সপ্তাহ পর শনিবার ঝড়-বৃষ্টি হল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা ও শহরতলিতে সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে জোরালো হাওয়া বয়েছে। এই বৃষ্টিতে গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে।
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। গত দু’দিন ধরে জেলাগুলিতে ঝড়-বৃষ্টিও হয়। শনিবার অবশ্য ঝড়-বৃষ্টির মাত্রা ও ব্যাপ্তি বেশি ছিল। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রমেঘের সঞ্চার হয়। দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। পশ্চিমাঞ্চলের দিক থেকে বৃষ্টি এগিয়ে আসে কলকাতার দিকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হুগলি, নদীয়া, দুই বর্ধমান, বীরভূম জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন