প্রয়াত বিশিষ্ট আইনজীবী নিরঞ্জন থমাস আলভা, বয়স হয়েছিল ৭৮ বছর - Aaj Bikel
প্রয়াত বিশিষ্ট আইনজীবী নিরঞ্জন থমাস আলভা, বয়স হয়েছিল ৭৮ বছর

প্রয়াত বিশিষ্ট আইনজীবী নিরঞ্জন থমাস আলভা, বয়স হয়েছিল ৭৮ বছর

Share This

নয়াদিল্লি ও বেঙ্গালুরু  :  প্রয়াত হলেন রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভা-র স্বামী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী নিরঞ্জন থমাস আলভা| শারীরিক অসুস্থতাজনিত কারণে শনিবার সকালে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে নিরঞ্জন থমাস আলভা-র বয়স হয়েছিল ৭৮ বছর| পরিবার সূত্রের খবর, বুকে সংক্রমণ সংক্রান্ত রোগের কারণে ২০ দিন আগে বেঙ্গালুরুর রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয় নিরঞ্জন থমাস আলভাকে| নিরঞ্জনকে আইসিইউ-তে রেখে চিকিত্সা করা হচ্ছিল|

 চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে প্রাণে বাঁচানো গেল না| শনিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ রামাইয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিরঞ্জন থমাস আলভা| শেষকৃত্য সম্পন্ন হবে রবিবার|
সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন নিরঞ্জন থমাস আলভা| এছাড়াও তিনি রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভা-র স্বামী|

কোন মন্তব্য নেই: