প্রেসিডেন্সির উপাচার্য বাছতে সন্ধান কমিটির বৈঠক - Aaj Bikel
প্রেসিডেন্সির উপাচার্য বাছতে সন্ধান কমিটির বৈঠক

প্রেসিডেন্সির উপাচার্য বাছতে সন্ধান কমিটির বৈঠক

Share This

কলকাতা  : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য সোমবার তিন সদস্যের সন্ধান কমিটির বৈঠকে বসে। আগামী ২ মে বর্তমান উপাচার্য অনুরাধা লোহিয়ার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে।

সূত্রের খবর, সন্ধান কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি বাছতে সময় লেগেছে। এই বাছাই পর্বের হওয়ার পর এই প্রথম বৈঠকে বসলেন সন্ধান কমিটির সদস্যরা। তিন সদস্যের মনোনীত কমিটি বিভিন্ন বিষয় খতিয়ে উপযুক্ত তিনটি নাম বাছাই করবে। তা থেকে রাজ্যপালের অনুমোদনক্রমে রাজ্য সরকার এক জনকে উপাচার্য হিসাবে নিয়োগ করবে। পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে চূড়ান্ত বাছাইয়ে সময় লাগবে।

এ দিন সন্ধান কমিটির বৈঠকে নেতৃত্ব দেন রাজ্যপালের মনোনীত ইউজিসি-র প্রাক্তন চেয়ারম্যান বেদ প্রকাশ। এতে প্রেসিডেন্সির প্রতিনিধি হিসাবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন ডিজি নির্মল গঙ্গোপাধ্যায়। সিদো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপকরঞ্জন মন্ডলকে মনোনীত করেছে রাজ্য সরকার। বৈঠকে প্রশাসনিক সহায়তা দেন রেজিষ্ট্রার দেবজ্যোতি কোনার।

রাজ্য উচ্চ শিক্ষা দফতরের এক পদস্থ অফিসার জানান, সংশ্লিষ্ট আইনি নানা দিক খতিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ যাতে বিঘ্নিত না হয়, লক্ষ্য রাখতে হবে সে দিকেও। একটা বিষয়ে নিশ্চিত, আমরা নয়া উপাচার্যের নাম ৫ মে-র আগে সরকারিভাবে ঘোষণা করতে পারব না।

কোন মন্তব্য নেই: