মনোনয়ন জমা দিতে গিয়ে ‘তৃণমূলী দুষ্কৃতিদের’ হাতে আক্রান্ত নকশালরা - Aaj Bikel
মনোনয়ন জমা দিতে গিয়ে ‘তৃণমূলী দুষ্কৃতিদের’ হাতে আক্রান্ত নকশালরা

মনোনয়ন জমা দিতে গিয়ে ‘তৃণমূলী দুষ্কৃতিদের’ হাতে আক্রান্ত নকশালরা

Share This

কলকাতা: নির্বাচন কমিশনারের প্রতিশ্রুতি সত্বেও মনোনয়নপত্র জমা দেওয়ার অফিসগুলো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা ঘেরাও করে রেখেছে বলে অভিযোগ করল সিপিআই (এমএল) লিবারেশন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'রাজ্য জুড়ে এই সন্ত্রাসের জননী’ বলে চিহ্ণিত করেছেন সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ। এক বিজ্ঞপ্তিতে হিন্দুস্থান সমাচারকে তিনি অভিযোগ করেন, “গ্রামীণ গরিব মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে, তা কোথায় থামবে কেউ জানে না। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নির্বাক।"

পার্থবাবু অভিযোগ করেন, “এক স্বৈরাচারী শাসকের নির্দেশে দলীয় দুষ্কৃতীদের দিয়ে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস।" তিনি জানান, বাঁকুড়ার ওন্দা এসডিও অফিসে মহিলা প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়তু দেশমুখ শনিবার গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছিল ওখানকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত। অথচ, সিপিআই (এমএল) লিবারেশন কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় শাসক দলের ছেলেরা। টাকা-পয়সা ব্যাগ তারা ছিনিয়ে নেয়। মহিলারাও রেহাই পাননি।

কোন মন্তব্য নেই: