সার্জেন্টের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, লালবাজারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মহিলার - Aaj Bikel
সার্জেন্টের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, লালবাজারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মহিলার

সার্জেন্টের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, লালবাজারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মহিলার

Share This

কলকাতা, ৮ এপ্রিল (হি স)৷ বিচারের দাবিতে লালবাজারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন এক মহিলা। ট্রাফিক সার্জেন্ট কৌশিক মজুমদারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ করেছেন যাদবপুরের বাসিন্দা এই মহিলা।

রিজেন্ট পার্কের ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণের অভিযোগও দায়ের হয়। কিন্তু, বছর ঘুরলেও, পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত এগোয়নি। তাই ওই মহিলার দাবি, সবার সাজা চাই।
মহিলার দাবি, স্বামীর সঙ্গে আলাদা ২ সন্তানকে নিয়ে থাকতেন ওই ২০১৩ সালে কৌশিক মজুমদারের সঙ্গে আলাপ। ২ বছরের মধ্যে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। এরই মধ্যে মহিলা জানতে পারেন কৌশিক মজুমদার বিবাহিত। মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেন কৌশিকবাবু । ২০১৬ সালে মহিলার স্বামী ফিরে আসেন. মহিলার স্বামীকে তাঁদের সম্পর্কের কথা জানান কৌশিক। এর পরই নাকি বিয়ে করতে অস্বীকার করেন কৌশিক মজুমদার।

দু'হাজার সতেরোয়ে থানায় অভিযোগ দায়ের হলেও, তদন্তে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ মহিলার। লালবাজার থেকে বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তের মাঝেই আগাম জামিন পেয়ে যান রিজেন্ট পার্কের ট্রাফিক সার্জেন্ট কৌশিক মজুমদার। মহিলার অভিযোগ, ক্ষমতাবলে বারবার তাঁকে হুমকি দিচ্ছেন কৌশিকবাবু।

শনিবার বিচারের দাবিতে লালবাজারের গেটের সামনে বিক্ষোভ দেখান মহিলা। লালবাজারের গোয়েন্দা বিভাগের ওমেন্স গ্রিভেন সেলের আধিকারিকরা তাঁকে ডেকে নিয়ে যান। লালবাজারে এর কর্তা তাঁকে তদন্তের আশ্বাসও দেন।
পুলিশি তদন্তে ক্রমশই আস্থা হারাচ্ছেন। তাই বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মহিলা।

কোন মন্তব্য নেই: