বারুইপুরে সিপিএম কর্মীকে গুলি, অভিযুক্ত তৃণমূল - Aaj Bikel
বারুইপুরে সিপিএম কর্মীকে গুলি, অভিযুক্ত তৃণমূল

বারুইপুরে সিপিএম কর্মীকে গুলি, অভিযুক্ত তৃণমূল

Share This

বারুইপুর: পঞ্চায়েত ভোটে সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ায়কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হন আয়ুব আলি লস্কর নামে এক সিপিএম কর্মী। গুরুতর জখম অবস্থায় আয়ুব আলি লস্করকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

পঞ্চায়েত ভোটে মনোনয়ন শুরুর দিন থেকেই বারুইপুরের বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সিপিএম কর্মী সমর্থকরা কিছুতেই মনোনয়ন জমা দিতে পারছিলেন না। অভিযোগ প্রায় প্রতিদিন স্থানীয় তৃণমূল প্রধান মনোরঞ্জন পাটোয়ারি ও এলাকার তৃণমূল নেতা মোবারক সরদারের নেতৃত্বে সিপিএম কর্মীদের উপর হামলা চালানো হচ্ছিল। কিন্তু সেই হামলা উপেক্ষা করে শনিবার বারুইপুর বিডিও অফিসে গিয়ে কয়েকজন সিপিএম প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে এলাকায় ফিরে শনিবার রাত থেকেই দেওয়াল লিখনের জন্য চুনকাম শুরু করে দেন সিপিএম কর্মীরা। অভিযোগ এই ঘটনার পর রবিবার বেলা এগারোটা নাগাদ মোবারক সরদার, ইদ্রিস সরদার ওরফে কালো এবং স্থানীয় তৃণমূল প্রধান মনোরঞ্জন পাটোয়ারির নেতৃত্বে হামলা চালানো হয় এলাকায়। বেছে বেছে সিপিএম নেতা কর্মীদের মারধোরের অভিযোগ ওঠে। সেই সময় স্থানীয় সিপিএম কর্মী পেশায় চাষি আয়ুব আলি লস্কর নিজের বাগানের টমেটো তুলে বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। 

কিন্তু এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব দেখে ভয় পেয়ে তিনি মাঠে নেমে ছুটে পালাতে যান। অভিযোগ সেই সময় ইদ্রিস সরদার আয়ুব লস্করকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলে আয়ুব লুটিয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। খবর পেয়ে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বারুইপুর হাসপাতালে যান আহত কর্মীকে দেখা করতে। এ বিষয়ে সুজনবাবু বলেন, “ কোথাও আমাদের কর্মীদের নমিনেশন করতে দেওয়া হচ্ছে না। যেখানে সাহস করে আমাদের কর্মীরা নমিনেশন করছেন সেখানেই তাদের উপর এইরকম বোমা ও গুলি নিয়ে হামলা হচ্ছে”। যদিও এই ঘটনার পিছনে তৃণমূলের হাত নেই বলেই দাবী করেছেন স্থানীয় তৃণমূল নেতা শ্যামসুন্দর চক্রবর্তী। তিনি বলেন, “পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক”।

কোন মন্তব্য নেই: