গুরুতর অসুস্থ অবস্থায় ইন্দ্রাণী মুখোপাধ্যায় হাসপাতালে - Aaj Bikel
গুরুতর অসুস্থ অবস্থায় ইন্দ্রাণী মুখোপাধ্যায় হাসপাতালে

গুরুতর অসুস্থ অবস্থায় ইন্দ্রাণী মুখোপাধ্যায় হাসপাতালে

Share This

মুম্বই   : শুক্রবার গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল শিনা বোরা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রধান অভিযুক্ত আইএনএক্স মিডিয়ার প্রাক্তন প্রধান ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত ড্রাগ নেওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন ইন্দ্রাণী। অ্যান্টি-ডিপ্রেশনের ওষুধ খান ইন্দ্রাণী। চিকিৎসকদের দাবি, অতিরিক্ত ড্রাগের জেরেই তাঁর শরীর খারাপ হয়ে যায়। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। তাঁকে হাসপাতালের জরুরি ওয়ার্ডে প্রথমে নিয়ে আসা হয়। এখন তিনি হাসপাতালের আইসিসিইউতে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, খবর হাসপাতাল সূত্রে।

শনিবার সকালে একদল চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন। একটি সিটি স্ক্যানও করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ২০১৫ সালেও একবার ইন্দ্রাণীকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেসময়ও তাঁকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। শিনা বোরা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মুম্বইয়ের বাইকুল্লা জেলে ছিলেন তিনি। ২০১২ সালে শিনাকে অপহরণ করে হত্যা করেন তাঁরই মা ইন্দ্রাণী। সেই সময় ইন্দ্রাণীকে এই কাজে সাহায্য করেন তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না এবং গাড়ির চালক শ্যামবর রাই। এই হত্যার পুরো চক্রান্তটিই করা হয় পিটার মুখার্জীর সঙ্গে মিলে।

কোন মন্তব্য নেই: