কলকাতা : ভিয়েতনামে বিনিয়োগের ডাক দিলেন ভারতে অবস্থিত ভিয়েতনামের রাষ্ট্রদূত টন সিন থান।বুধবার কলকাতায় এক বনিকসভায় তিনি বলেন, ভারতের এই অঞ্চলের অনেকে বিনিয়োগের ভাল জায়গা খুঁজছেন । তাঁদের কাছে আদর্শ স্থান ভিয়েতনাম । দু’দেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান পরিষেবা শীঘ্রই বাড়বে বলে জানান তিনি ।
ভারতের চেয়েও ভিয়েতনাম কেন বেশি সম্ভাবনার দেশ, বিভিন্ন তথ্য পেশ করে তা বোঝানোর চেষ্টা করেন থান ।
বিশ্বের সর্ববৃহৎ লঙ্কা রফতানির পাশাপাশি দ্বিতীয় সর্ববৃহৎ কফি রফতানিকারক, পঞ্চম সর্ববৃহৎ চা উৎপাদক এবং সশঠ সর্ববৃহৎ সামুদ্রিক মাছ রফতানিকারক হিসাবে স্বীকৃতি আছে ভিয়েতনামের । থান এদিন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আলোচনায় বলেন, “জনসংখ্যা এবং আয়তনের নিরিখে ভারতের তুলনায় ক্ষুদ্র দেশ ভিয়েতনাম । বিনিয়োগের বৃদ্ধির হার, পর্যটক আগমন- এ সব আনুপাতিক ভাবে ভারতের চেয়ে ঢের এগিয়ে ভিয়েতনাম।” দু’দেশের ধারাবাহিক সুসম্পর্ক দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
রাজ্যের ক্রেতা-সুরক্ষা এবং স্বনিযুক্তি প্রকল্প দফতরের মন্ত্রী সাধন পান্ডে ভিয়েতনামের সংগ্রামী চরিত্রের প্রশংসা করে সম্মেলনে বলেন, “আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম।” সাধন বাবু বলেন, “এ দেশের এই তল্লাটের লোকেরা আগের চেয়ে অনেক বেশি দক্ষিণ পূর্ব এশিয়ার নানা জায়গায় বেড়াতে যাচ্ছে । এঁদের টানতে ভিয়েতনামকে আরও বেশি উদ্যোগী হতে হবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন