টেবিল টেনিসে দলগত ছেলেদের বিভাগে নাইজেরিয়াকে হারিয়ে সোনা জয় ভারতের - Aaj Bikel
টেবিল টেনিসে দলগত ছেলেদের বিভাগে নাইজেরিয়াকে হারিয়ে সোনা জয় ভারতের

টেবিল টেনিসে দলগত ছেলেদের বিভাগে নাইজেরিয়াকে হারিয়ে সোনা জয় ভারতের

Share This

গোল্ড কোস্ট   :  কমনওয়েলথ গেমসে এবার টেবিল টেনিস থেকে আরও একটি সোনা জিতল ভারত৷ ভারতের ঘরে ন’নম্বর সোনা এল শরৎ কমলদের হাত ধরে৷ মেয়েদের দলগত বিভাগে সিঙ্গাপুরকে হারিয়ে গোল্ড কোস্টে সোনা জিতেছিল ভারত৷ এবার ছেলেদের বিভাগেও চ্যাম্পিয়ন হল ভারতীয় দল৷ ফাইনালে নাইজেরিয়াকে ৩-০ ব্যবধানে পরাজিত করেন শরৎকমলরা৷

সোমবার একই সঙ্গে সেমিফাইনাল ও ফাইনাল টাইয়ে জয় তুলে নেয় ভারতের ছেলেরা৷ শেষ চারের লড়াইয়ে ভারত পরাজিত করে সিঙ্গাপুরকে৷ যদিও ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয় টাইয়ে৷ সেমিফাইনালের প্রথম সিঙ্গলসে হরমীত দেশাই ৯-১১, ৫-১১, ৮-১১ গেমে হেরে যান নিং গাওয়ের কাছে৷ দ্বিতীয় সিঙ্গলসে শরৎ কমল ১১-৫, ১১-৫, ১১-৪ গেমে উড়িয়ে দেন শাও ফেং ইথান পোহকে৷ ডাবলসে সাথিয়ান-হরমীত জুটি ৮-১১, ১১-৭, ১১-৯, ১১-৮ গেমে পরাস্ত করেন জুয়ে জি পাং-শাও ফেং জুটিকে৷ ফিরতি সিঙ্গলসে সাথিয়ান জ্ঞানাশেখরন ৫-১১, ১২-১০, ৪-১১, ১১-১৩ গেমে নিং গাওয়ের কাছে হেরে বসলে টাইয়ে ২-২ সমতা ফেরায় সিঙ্গাপুর৷ নির্নায়ক সিঙ্গলসে অভিজ্ঞ শরৎ কমল ১১-৫, ১২-১০, ১২-১০ স্ট্রেট গেমে জুয়ে জি’কে হারিয়ে ভারতের ফাইনালে যায়৷

অপর সেমিফাইনালে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে নাইজেরিয়া৷ তবে গোল্ড মেডেল টাইয়ে ভারতের সামনে বিশেষ সুবিধা করতে পারেনি আফ্রিকার দলটি৷ ফাইনালে কার্যত আত্মসমর্পণ করে রুপো নিয়েই সন্তুষ্ট থাকে নাইজেরিয়া৷ ফাইনালের প্রথম সিঙ্গলসে শরৎ কমল ৪-১১, ১১-৫, ১১-৪, ১১-৯ গেমে হারিয়ে দেন বোডে অ্যাবিওদুনকে৷ দ্বিতীয় সিঙ্গলসে সাথিয়ান ১০-১২, ১১-৩, ১১-৩, ১১-৪ গেমে পরাজিত করেন সেগুন তোরিওলাকে৷ ডাবলসে হরমীত-সাথিয়ান জুটি ১১-৮, ১১-৫, ১১-৩ গেমে ওমোতায়ো-অ্যাবিওদুন জুটিকে বিধ্বস্ত করে ভারতকে সোনা এনে দেন৷

কোন মন্তব্য নেই: