কংগ্রেসে যোগ দিলেন ডিমা হাসাওয়ের যুনেতা ডেনিয়েল লাংথাসা-সহ আরও - Aaj Bikel
কংগ্রেসে যোগ দিলেন ডিমা হাসাওয়ের যুনেতা ডেনিয়েল লাংথাসা-সহ আরও

কংগ্রেসে যোগ দিলেন ডিমা হাসাওয়ের যুনেতা ডেনিয়েল লাংথাসা-সহ আরও

Share This
হাফলং  :  ডিমা হাসাও জেলার এক সময়ের হেভিওয়েট কংগ্রেস নেতা প্রয়াত নিন্দু লাংথাসার ছেলে ডেনিয়েল লাংথাসা আজ কংগ্রেস দলে যোগ দিয়েছেন। সোমবার হাফলং রাজীব ভবনে এক সময়ের জনপ্রিয় কংগ্রেস নেতা প্রয়াত নিন্দু লাংথাসা ছেলে ডেনিয়েল লাংথাসা এবং প্রয়াত কংগ্রেস নেতা কেদানন বাটারির ছেলে হেমস্রিংডাও বাটারি জেলা কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা, উপ-সভাপতি হামজানন লাংথাসা, রূদ্রজিৎ লাইসরামের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন।

কংগ্রেস দলে যোগ দিয়ে ডেনিয়েল লাংথাসা বলেন, বাবার স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই কংগ্রেসে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, কংগ্রেস নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ইএম ছিলেন কংগ্রেস নেতা নিন্দু লাংথাসা। ২০০৪ সালে জঙ্গিদের হাতে প্রাণ হারান নিন্দু লাংথাসা। তাই বাবার ছেড়ে যাওয়া স্বপ্ন পূরণ করাই হচ্ছে ডেনিয়েলের প্রথম লক্ষ্য। এছাড়া আজ কংগ্রেস দলে যোগ দিয়েছেন অনিল টিটু ফংলো, অনিন্দিতা লাংথাসা, মেলোডি সাংসন, মেরিডন লিয়েনথাং, কামজালাম লিয়েনথাং, থৌচিনসাং সাংসন, পূর্ণ বাহাদুর ছেত্রী, সেইখোলাল তাওথাং।

তাঁদের দলে স্বাগত জানিয়ে জেলা সভাপতি নির্মল লাংথাসা বলেন, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীও চাইছেন যুবকরা দলে আসুন। এবার ডেনিয়েল লাংথাসা, হেমস্রিংডাও বাটারির মতো যুবক কংগ্রেস দলে যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হবে নিশ্চিত। এই মন্তব্য করে তাঁদের দলের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন নির্মল লাংথাসা।

কোন মন্তব্য নেই: