কলকাতা: পার্শ্বশিক্ষকরা পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে পারবেন না বলে রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু তা উপেক্ষা করেই জেলায় জেলায় মনোনয়ন জমা দিচ্ছেন পার্শ্বশিক্ষকরা। আজ, সোমবার বিকাশ ভবনে এই বিষয়টি নিয়ে পার্শ্বশিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
কমিশন যেখানে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে, সেখানে এই মনোনয়ন কি গ্রাহ্য হবে? পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস পার্শ্বশিক্ষক সমিতির আহ্বায়ক রমিউল ইসলাম বলেন, গ্রাহ্য না হলে আমরা লড়াই করব। কারা ভোটে দাঁড়াতে পারবেন না, সেই তালিকা করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। তার মধ্যে সিভিক ভলান্টিয়ার, পার্শ্বশিক্ষকদের নাম ছিল।
পার্শ্বশিক্ষকরা সর্বশিক্ষা মিশনের অধীনে চুক্তিভিক্তিক কর্মী বলে তাঁরা দাঁড়াতে পারবেন না বলে কারণ দেওয়া ছিল। পার্শ্বশিক্ষকদের দাবি, ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তাঁরা ভোটে দাঁড়িয়েছিলেন। তাহলে এবার কেন বাধা দেওয়া হচ্ছে? কমিশনের এই বিজ্ঞপ্তি ভুল বলেও মন্তব্য করেছেন তাঁরা। রমিউল বলেন, জেলায় জেলায় আমাদের অনেক সহকর্মী মনোনয়ন জমা দিয়েছেন। আজ, বিকাশ ভবনে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মন্ত্রীর পাশাপাশি, আইন বিভাগের কর্তারাও থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন