নয়াদিল্লি: ন্যূনতম বেতনের বৃদ্ধি নিয়ে নিজেদের অবস্থান পাল্টাতে পারে কেন্দ্র। সম্প্রতি রাজ্যসভায় লিখিত বিবৃতিতে অর্থমন্ত্রীকের রাষ্ট্রমন্ত্রী পি রাধাকৃষ্ণাণ জানিয়েছিলেন, কেন্দ্র পরিবর্তনের সুপারিশ বিবেচনা করছে না। মন্ত্রী স্পষ্টই বলেছিলেন, মাসে ১৮ হাজার টাকা সর্বনিম্ন বেতনের যে সুপারিশ সপ্তম বেতন কমিশন করেছে তা নানবিধ বিষয় বিবেচনা করেই করা হয়েছে।
যদিও সংবাদমাধ্যমের খবর, ২০১৯ সালের ভোট সামনে রেখে নিজেদের অবস্থান বদল করতে পারে মোদি সরকার। শুধু ন্যূনতম বেতন বাড়ানোর দাবিই নয়, মেনে নেওয়া হতে পারে অবসরের বয়ঃসীমা বৃদ্ধির প্রস্তাবও। এক্ষেত্রে মধ্যপ্রদেশ সরকারের সাম্প্রতিক পদক্ষেপ থেকেই অনুপ্রাণিত হতে পারে কেন্দ্র। অবশ্য এমনটাও হতে পারে নির্বাচনের আগে এনডিএ শাসিত রাজ্যগুলিতে অবসরের বয়ঃসীমা বাড়িয়ে দিয়ে ভোটে জেতার নয়া কৌশল নিতে পারে বিজেপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন