কলকাতা: পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন প্রায় ৩৪ কোটি গ্রাহক৷ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক চালু হলে, পোস্ট অফিসের অ্যাকাউন্টগুলির সঙ্গে ওই ব্যাংকের সংযোগ করানো যাবে৷ এর ফলে গ্রাহকরা সম্পূর্ণভাবে ডিজিটাল ব্যাংকিং পরিষেবা পেতে পারবেন এই সরকারি ব্যবস্থায়৷
দেশে সর্বত্র পেমেন্টস ব্যাংক চালু হলে, আগামী মে মাসে এই পরিষেবা চালু করে দিতে পারে পোস্ট অফিস, এমটাই জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই৷ গত ১ এপ্রিল থেকে দেশজুড়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক চালু হওয়ার কথা ছিল৷ ডাক বিভাগ থেকে জানা গিয়েছে, পরিকাঠামো তৈরির কাজ মোটামুটি শেষ৷ কেন্দ্রীয় সরকার সবুজ সঙ্কেত দিলেই তা এপ্রিলের যে কোনও দিন চালু হতে পারে৷ তার আগে অবশ্য আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে৷ যদিও পরীক্ষামূলকভাবে হাতে গোনা কয়েকটি পোস্ট অফিস শাখায় এই পেমেন্টস ব্যাংক পরিষেবা চালু হয়ে গিয়েছে৷ যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন