এবার সরকারি কর্মীদের সারা জীবনের সঞ্চয় নিয়ন্ত্রণ করবে রাজ্য! - Aaj Bikel
এবার সরকারি কর্মীদের সারা জীবনের সঞ্চয় নিয়ন্ত্রণ করবে রাজ্য!

এবার সরকারি কর্মীদের সারা জীবনের সঞ্চয় নিয়ন্ত্রণ করবে রাজ্য!

Share This

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ সংক্রান্ত হিসেবের দায়িত্ব অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের হাত থেকে কেড়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন। যদিও রাজ্যের এই আর্জি কার্যত উড়িয়ে দিয়েছে দিল্লির কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি-এর অফিস। 

গত ২৮ মার্চ সংস্থার ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অনিতা পট্টনায়ন রাজ্যের মুখ্যসচিবকে এক চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি সাফ জানিয়েছেন, এখনই জিপিএফ সংক্রান্ত হিসেব পশ্চিমবঙ্গ সরকারকে হস্তান্তর করা যাবে না। যা নিয়ে প্রশাসনিক স্তরে তৈরি হয়েছে বিতর্ক। কেন রাজ্য সরকার কর্মীদের জিপিএফের দায়িত্ব এজি’র থেকে কাড়তে চাইছে, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

রাজ্যের গ্রুপ-এ, বি এবং সি পদমর্যাদার কর্মীদের জিপিএফ-এর হিসেব রাখে এজি। নিয়ম অনুযায়ী, সরকারি কর্মীদের মূল বেতনের ন্যূনতম ছয় শতাংশ এই খাতে কাটাতে হয়। যাবতীয় ভাতা বাদ দিয়ে সর্বোচ্চ তাঁরা গোটা মূল বেতনও জিপিএফ খাতে কাটাতে পারেন। এক্ষেত্রে কর্মীরা যেরকম ‘অপশন’ দেন, সংশ্লিষ্টদের বেতন থেকে প্রতিমাসে সেই হিসেবেই টাকা কাটা হয়। তার উপর বর্তমানে ৭.৯ শতাংশ হারে সুদ দেওয়া হয়। অবসরের পর কর্মজীবনে সঞ্চিত এই টাকা সুদ সহ ফেরত পান সরকারি কর্মীরা। এতদিন এই টাকার হিসেব রাখত এজি। সম্প্রতি সেই দায়িত্ব নিতে চাইছে রাজ্য সরকার। যদিও জিপিএফ-এ নিজেদের নিয়ন্ত্রণ কোনওভাবেই হারাতে চাইছে না সাংবিধানিক সংস্থা সিএজি।

কোন মন্তব্য নেই: