কলকাতা: শিক্ষকদের একটা বড় অংশ আয়কর দেন না বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলল শিক্ষা দফতর৷ বিষয়টি নিয়ে বেজায় চটে রয়েছেন স্কুল শিক্ষা দফতরের কর্তারা৷ আয় কর দেওয়ার প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে বেশকিছু বিধিনিষেধ চাপাল রাজ্য শিক্ষাদফতর৷
শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন আর্থিক বছরে যদি কোনও শিক্ষকের আয়কর না কাটিয়ে রিকুইজিশন জমা দেন, তাহলে ওই শিক্ষকের বেতন আটকে দেওয়া হবে। প্রয়োজনে ফের নতুন করে হিসেব জমা দিতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে৷ তবে শিক্ষকরা আশঙ্কা করছেন, কয়েকজন শিক্ষকের জন্য একটি স্কুলের সমস্ত শিক্ষকের বেতন আটকে যাবে না তো? কারণ, বিজ্ঞপ্তিতে সেই ব্যাপারটি স্পষ্ট করা হয়নি৷
শিক্ষা দফতরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কারা কারা আয়কর দেওয়ার আওতায় রয়েছেন, তাঁদের একটা তালিকা করতে হবে। এপ্রিল ২০১৮ থেকে আগামী বছর জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে যাতে শিক্ষকরা আয়কর দেন, তার জন্য মুচলেকা দিতে হবে। আয়কর আইন অনুযায়ী, বেতনের উৎস খাতে কর আদায় করতে হবে। সেটা যাতে মানা হয়, তাও দেখতে হবে স্কুলগুলিকে। তবে এই অভিযোগ গত কয়েক মাস ধরেই আসছে। কলকাতা সহ একাধিক জেলা থেকেই দফতরের কাছে অভিযোগ জমা পড়েছে। তাই এবার নড়েচড়ে বসেছে শিক্ষাদফতর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন