আয়কর রিটার্নে বড় ছাড় কেন্দ্রের, প্রবীণরাও পাবেন এই সুবিধা - Aaj Bikel
আয়কর রিটার্নে বড় ছাড় কেন্দ্রের, প্রবীণরাও পাবেন এই সুবিধা

আয়কর রিটার্নে বড় ছাড় কেন্দ্রের, প্রবীণরাও পাবেন এই সুবিধা

Share This

 

নয়াদিল্লি: নতুন অর্থবর্ষের শুরুতেই বড় ছাড় ঘোষণা কেন্দ্রের৷ চাকুরিজীবীদের পাশাপাশি এবার আয়করে ছাড় পাবেন অবসরপ্রাপ্ত চাকুরিজীবীরা৷ স্ট্যান্ডার্ড ডিডাকশনের আওতায় অবসরপ্রাপ্ত কর্মীরা বছরে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন৷  

১৯৬১ সালের আয়কর আইনের ১৬ নম্বর ধারায় কিছু পরিবর্তন এনে চাকুরিজীবী ও অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের এই পরিষেবার আওতায় আনা হয়েছে বলে টুইট করে জানিয়েছে আয়কর দফতর৷ বলা হয়েছে,  যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা যদি আয়কর দেওয়ার আওতায় পড়েন, তাহলে তাঁদের ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে৷    

মূলত, ব্যবসায়ী বা পেশাদার ব্যক্তিরা নিজেদের মোট আয় থেকে ওই আয়ের জন্য করা খরচ বাদ দিয়ে তার উপর আয়কর দেন৷ ২০০৬-০৭ অর্থবছরের আগে চাকুরিজীবীরাও তাঁদের মোট আয় থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ একটা থোক টাকা বাদ দিয়ে তার উপর আয়কর দেওয়ার সুবিধা পেতেন৷ 

কিন্তু, ওই বছর থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা তুলে দেয় সরকার৷ ২০১৮-১৯ থেকে চাকুরিজীবীদের জন্য নতুন করে সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের প্রচলন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ আজ থেকে আগামী বছর মার্চ অবধি চাকুরিজীবীরা যা আয় করবেন তার থেকে ৪০,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে বাদ দিয়ে অবশিষ্ট আয়ের উপর করের হিসাব করবেন৷

কিন্তু, এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা দেওয়ার পাশাপাশি দু’টো সুবিধা, ১৯,২০০ টাকার কনভেয়নস অ্যালাওয়েন্স এবং ১৫,০০০ টাকার মেডিক্যাল অ্যালাওয়েন্স তুলে দেন জেটলি৷ ফলে, স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা চালু হওয়ায় চাকুরিজীবীদের আখেরে লাভ হবে সামান্যই৷ উল্টে, যাঁদের আয় বেশি তাঁদের করের পরিমাণ বাড়বে৷ কেননা, করের উপর সেস-এর পরিমাণ বর্তমানে ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এই অতিরিক্ত ১ শতাংশ সেস-এর ফলে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা প্রায় কিছুই পাওয়া যাবে না৷

কোন মন্তব্য নেই: