হিন্দু সুরক্ষায় এবার মাঠে নামছে নতুন দল ‘তৃণমূল-বিজেপি’! - Aaj Bikel
হিন্দু সুরক্ষায় এবার মাঠে নামছে নতুন দল ‘তৃণমূল-বিজেপি’!

হিন্দু সুরক্ষায় এবার মাঠে নামছে নতুন দল ‘তৃণমূল-বিজেপি’!

Share This

গুয়াহাটি: হিন্দু স্বার্থ রক্ষায় বিজেপি ব্যর্থ বলে অসমে নয়া দল গঠন হচ্ছে ‘তৃণমূল বিজেপি’? তাঁর এই নতুন বাসনার কথা জানিয়েছেন আন্তর্জাতিক হিন্দু সেনা-র সর্বভারতীয় সভাপতি জিডি কিরণ।

স্থানীয় এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে প্রদত্ত সাক্ষাৎকারে তাঁর সিদ্ধন্তের কথা জানিয়ে জিডি কিরণ বলেছেন, তাঁর নতুন দল উত্তর-পূর্বাঞ্চলের সকল হিন্দুদের স্বার্থে লড়াই করবে। ইতিমধ্যে নয়া দলের এক কাঠামোও তৈরি করে ফেলেছেন তিনি। বলেছেন, আপাতত তৃণমূল বিজেপি-র প্রধান আহ্বায়কের পাশাপাশি কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী দেবব্রত শইকিয়াকে। তিনি দলের কাজ ও ক্ষেত্রের পরিধি ও পরিসর বাড়াবেন।

এদিকে তৃণমূল বিজেপি-র নবনিযুক্ত প্রধান আহ্বায়ক তথা কার্যনির্বাহী সভাপতি দেবব্রত শইকিয়া বলেছেন, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের হিন্দু-সহ ভূমিপুত্র সাধারণ জনতাকে অগ্রাধিকারের ভিত্তিতে দলের সদস্য এবং বিভিন্ন পদের জন্য চয়ন করা হবে। দেবব্রতের দাবি, ভারতের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের ৪,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত শিগগির সিল করতে হবে এবং তা ইজরায়েলি কৌশলে শ্যুট অ্যান্ড সাইট নীতি অবলম্বন করে করতে হবে।
 
দেবব্রত শইকিয়ার অভিযোগ, অসমের তথাকথিত জাতীয় নায়ক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল অনৈতিকভাবে ১৫ হাজার বাংলাদেশি মুসলমানকে ভিসা দিয়েছেন যাতে এরা অবাধে অসম তথা ভারতে প্রবেশ করতে পারে। তার আরও অভিযোগ, রাজ্যের মাত্র ৩০ শতাংশ মন্ত্রী নিজেদের দেশের কল্যাণে কর্তব্য করছেন, বাকি ৭০ শতাংশ তাঁদের বাণিজ্য প্রসারে ব্যস্ত।

দেবব্রত শইকিয়ার দাবি, তাঁদের মূল নীতি “আমদের দশ বছর দাও, গ্যারেন্টি দিচ্ছি অসমের জনসাধারণকে ১০০০ বছরের জন্য নিশ্চিন্তে শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দেব।”

কোন মন্তব্য নেই: