কলকাতা মেট্রোর সুড়ঙ্গ পথে বড় নাশকতা! উদ্ধার গ্রেনেড - Aaj Bikel
কলকাতা মেট্রোর সুড়ঙ্গ পথে বড় নাশকতা! উদ্ধার গ্রেনেড

কলকাতা মেট্রোর সুড়ঙ্গ পথে বড় নাশকতা! উদ্ধার গ্রেনেড

Share This

কলকাতা: বড়সড় নাশকতার হাত থেকে রেহাই পেল কলকাতা মেট্রো৷ সুভাষ সরোবরে মেট্রোর লাইন থেকে উদ্ধার হল গ্রেনেড৷ গ্রেনেড উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কয়াড৷ চলছে তল্লাশি৷ ঘটনাস্থলে ঘিরে রেখেছে ফুলবাগান ও মানিকতলা থানার পুলিশ৷ গ্রেনেড উদ্ধারে আতঙ্ক ছড়ায় মেট্রো কর্মী ও যাত্রীদের মধ্যে৷আজ, দুপুরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন বিষয়টি নজরে আসে কর্মীদের৷ সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে গ্রেনেড দেখতে পান মেট্রো রেলের কর্মীরা৷ মুহূর্তে খবর দেওয়া হয় পুলিশকে৷

কোন মন্তব্য নেই: