সেনার গুলিতে মৃত্যু হল সুঞ্জওয়ানে আর্মি ক্যাম্পে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড ওয়াকাশের - Aaj Bikel
সেনার গুলিতে মৃত্যু হল সুঞ্জওয়ানে আর্মি ক্যাম্পে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড ওয়াকাশের

সেনার গুলিতে মৃত্যু হল সুঞ্জওয়ানে আর্মি ক্যাম্পে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড ওয়াকাশের

Share This

শ্রীনগর  : জম্মুর কাছে সুঞ্জওয়ানে আর্মি ক্যাম্পে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড জৈশ-ই-মহম্মদের সদস্য মুফতি ওয়াকাশকে গুলি করে মেরেছে ভারতীয় জওয়ান| সেনা সূত্রে জানা গিয়েছে সোমবার দক্ষিণ কাশ্মীরের অবন্তিপুরা এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ চলাকালীন সেনার গুলিতে তার মৃত্যু হয়েছে| কাশ্মীরের পুলিশ কমিশনার এসপি সোনি জানিয়েছেন, ওয়াকাস জৈশ-এর অপারেশনাল কমান্ডার ছিলেন| তিনি জানান, গোপন সূত্রের খবর পেয়ে এদিন সেনাবাহিনী ও এলিট স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) সোমবার দক্ষিণ কাশ্মীরের অবন্তীপুরের হাতোয়ার এলাকা ঘিরে ফেলে| এরপর একটি বাড়িতে ‘সার্জিক্যাল হামলা’ চালানোর সময় এক জঙ্গি খতম হয়। সেনার দাবি, নিহত জঙ্গি জয়েশ-ই-মহম্মদের মুফতি ওয়াকাস।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর এই জায়গাতেই খতম হয় সন্ত্রাসবাদী গোষ্ঠীটির অপারেশনাল কমান্ডার নূর মহম্মদ তাঁতরে। এদিন অপারেশনের পর সেনা ওই জায়গা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে| ২০১৭-য় কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করে পাকিস্তানি নাগরিক ওয়াকাস। জয়েশের অপারেশনাল কমান্ডার হিসাবে কাজ করছিল সে। দক্ষিণ কাশ্মীরের ট্রাল থেকে ফিঁদায়ে বাহিনীকে সে জম্মুতে পাঠিয়েছিল। ১০ ফেব্রুয়ারি সেই দলটাই সুঞ্জওয়ানের সেনা ছাউনিতে হামলা করে। জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির ৩৬ ব্রিগেডের ওপর এই হামলায় ২ জন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) সহ পাঁচ সেনাকর্মী ও এক জওয়ানের বাবা নিহত হন। হামলাকারী তিন সন্ত্রাসবাদীই শেষ পর্যন্ত খতম হয়। ৩০ ও ৩১ ডিসেম্বরের মাঝের রাতে লেথপোরায় সিআরপিএফ ছাউনিতে আত্মঘাতী হামলা চালিয়েছিল ফরদিন খান্ডে ও মনজুর বাবা নামে যে দুই স্থানীয় যুবক, তাদেরও উগ্রপন্থার রাস্তায় টেনে এনেছিল ওয়াকাস।

কোন মন্তব্য নেই: