গুয়াহাটি : অসম সরকার রাজ্যে জল পরিবহণকে উন্নত করতে সম্পূর্ণ প্রয়াস করছে। সেই সুবাদে রাজধানী গুয়াহাটির পাণ্ডু থেকে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যের ধুবড়ি জেলা পর্যন্ত পরিবহণ পরিষেবার সূচনা করা হয়েছে।
উত্তর পূর্বাঞ্চলের একটি সিমেন্ট কোম্পানি সোমবার পাণ্ডুঘাট থেকে অভ্যন্তরীণ জল পরিবহণ ব্যবস্থার মাধ্যমে নদীপথে তাদের বাণিজ্যের সূচনা করেছে। ৪০০ মেট্রিক টন ওজনের সিমেন্ট বোঝাই জাহাজ জল পরিবহণের মাধ্যমে গুয়াহাটি থেকে ধুবড়ির উদ্দেশে যাত্রা করেছে। ধুবড়ি গিয়ে পৌঁছতে সময় লাগবে তিন দিন।
এ সম্পর্কে সিমেন্ট কোম্পানির ক্রয় এবং বিপণন বিভাগের প্রধান অনিল কাপুর এই সামগ্রী পরিবহণের ফ্ল্যাগ অফ করেন।
সেখানে উপস্থিত ব্যক্তিরা বলেছেন, উত্তর-পূর্বাঞ্চল বিগত কয়েক বছরে ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করেছে। উত্তর-পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র নদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিবহণ ক্ষেত্র ছাড়াও যাতায়াত ক্ষেত্রেও এক নতুন ব্যবস্থার সূচনা করবে। তাঁরা বলেন, কেবল যাতায়াত ও সময়ই নয় এতে খরচও কম হবে।
উল্লেখ্য, ব্রিটিশ আমলে পাণ্ডুপোর্ট পরিবহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বাধীনতার পর শরাইঘাট সেতু নির্মাণ হলে এর গুরুত্ব কমে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন