এবার মশা মারতেও নির্দেশ জারি উচ্চশিক্ষা দফতরের - Aaj Bikel
এবার মশা মারতেও নির্দেশ জারি উচ্চশিক্ষা দফতরের

এবার মশা মারতেও নির্দেশ জারি উচ্চশিক্ষা দফতরের

Share This

কলকাতা: মশাবাহিত রোগ নিয়ে আগেভাগেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সচেতন হওয়ার নির্দেশ  পাঠাল উচ্চশিক্ষা দফতর। যাতে সচেতনতা বৃদ্ধি পায়, তার জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। যেমন পড়ুয়াদের মধ্যে লিফলেট বিলি করে সচেতনতা বৃদ্ধি করা, লম্বা ছুটির পর ক্যাম্পাস খোলার আগেই সাফসুতরো করে ফেলা, এনএসএস’দের সচেতনতা বৃদ্ধি কর্মসূচিতে ব্যবহার করা ইত্যাদি৷ গত বছর ডেঙ্গু প্রায় মহামারীর আকার নিয়েছিল। প্রায় প্রতিটি প্রতিষ্ঠান থেকেই ডেঙ্গু মশার লার্ভা মিলেছিল। এমন পরিস্থিতি যাতে না হয়, তার জন্য আগেভাগেই দপ্তর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে সতর্ক করে দিচ্ছে।

কোন মন্তব্য নেই: