নদী দূষণে পঞ্চম বাংলা, ১৭টি নদীকে দূষিত বলে কেন্দ্রের ঘোষণা - Aaj Bikel
নদী দূষণে পঞ্চম বাংলা, ১৭টি নদীকে দূষিত বলে কেন্দ্রের ঘোষণা

নদী দূষণে পঞ্চম বাংলা, ১৭টি নদীকে দূষিত বলে কেন্দ্রের ঘোষণা

Share This

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে চলা ১৭টি নদীর বিস্তীর্ণ অংশকে দূষিত বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।  কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা জানান, বরাকর, চূর্ণি, দামোদর, দ্বারকেশ্বর, দ্বারকা, গঙ্গা, জলঙ্গি, কালজানি, কোশি, করলা, মহানন্দা, মাথাভাঙা, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, তিস্তা এবং বিদ্যাধরী দূষণের কবলে চলে গিয়েছে৷ 

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দূষিত নদীর সংখ্যায় সারা দেশের মধ্যে একেবারে প্রথমের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান পঞ্চম। দূষিত নদী-অংশের সংখ্যায় একেবারে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যের উপর দিয়ে বয়ে চলা ৪৯টি নদীকে দূষিত হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপরেই রয়েছে অসম, ২৮টি এবং মধ্যপ্রদেশ ২১টি।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের সেই রিপোর্টের উপর ভিত্তি করেই সারা দেশের মোট ২৭৫টি নদীর ৩০২টি নদী-অংশকে দূষিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।  ইতিমধ্যেই দেশের ১৪টি রাজ্যের ৭৬টি শহরের উপর দিয়ে বয়ে চলা মোট ৩২টি নদী-অংশকে দূষণ-মুক্ত করার উদ্দেশ্যে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

কোন মন্তব্য নেই: