জালনোট বাজেয়াপ্ত করল পুলিশ - Aaj Bikel
demo-image
2000jpg

জালনোট বাজেয়াপ্ত করল পুলিশ

Share This


বহরমপুর : জালনোট পাচার করার অপরাধে দুই পাচারকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার রাতে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। পাচারকারীদের কাছ থেকে এক লক্ষ টাকার জাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বিশেষ সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে সামশেরগঞ্জের গোরুরহাট থেকে ওই দুই পাচারকারীকে পুলিশ গ্রেফতার করে। তাদের থেকে ৫০টি ২০০০ টাকার নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম আব্দুল এবং আলিম। ধৃতরা মালদা জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা। পুলিশের জেরায় নিজেদের দোষ স্বীকার করেছে পাচারকারীরা। ধৃতদের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত মুর্শিদাবাদ দিয়ে গোটা রাজ্যে জালনোট ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠন জেএমবি। আর সেটা রুখতেই বদ্ধ তৎপর জেলা প্রশাসন। জালনোট পাচার কাণ্ডে ওই দুই ব্যক্তি ছাড়াও আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages