দেশে ১০০ কোটি কর্মসংস্থান তৈরির সম্ভবনা - Aaj Bikel
demo-image
job000

দেশে ১০০ কোটি কর্মসংস্থান তৈরির সম্ভবনা

Share This

নয়াদিল্লি: অবশেষে ‘আচ্ছে দিন’ আসছে টেলিকম ক্ষেত্রে? আভাস অন্তত তেমনটাই। আগামী পাঁচ বছরে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০০ কোটির বেশি কর্মসংস্থান তৈরি হতে চলেছে বলে জানিয়েছে টেলিকম সেক্টরের দক্ষতা বিকাশ বিভাগ টিএসএসসি।

সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে টেলিকম সেক্টর স্কিল কাউন্সিলের (টিএসএসসি) সিইও এস পি কোচর বলেছেন, ‘বর্তমানে টেলিকম সেক্টরে কর্মরত রয়েছেন ৪০ লক্ষ কর্মী। আর আগামী পাঁচ বছর শেষে টেলিকম উৎপাদন সহ সেই সংখ্যা দাঁড়াবে ১৪০ কোটি ৩০ লক্ষ।’

সিআইইএল সংস্থার এইচআর রিপোর্ট অনুযায়ী, গত বছর থেকে টেলিকম সেক্টরে প্রায় ৪০ হাজার কর্মী কাজ হারিয়েছেন। আগামী ছয় থেকে নয় মাস কাজ হারানোর সেই ধারা অব্যাহত থাকবে। ফলে, কাজ হারানোর সংখ্যা দাঁড়াতে পারে ৮০-৯০ হাজার। কিন্তু কোচর জানিয়েছেন, মেশিন-টু-মেশিন কমিউনিকেশন, টেলিকম উৎপাদন, পরিকাঠামো ও পরিষেবা প্রদানকারী সংস্থা সহ বিভিন্ন বিভাগে কর্মীদের ব্যাপক চাহিদা তৈরি হবে বলে মনে করে টিএসএসসি। প্রসঙ্গত, জাতীয় দক্ষতা বিকাশ কর্পোরেশনের আওতাভুক্ত হল টিএসএসসি।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages