স্টকহোম : অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত দিলেন ইব্রাহিমোভিচ৷ ২০১৬ ইউরোর পরেই জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন৷ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও চুটিয়ে ক্লাব ফুটবল খেলেন৷ যদিও প্যারিস সাঁ জা থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর ক্রমশ আড়ালে চলে গিয়েছেন৷ তবে আসন্ন বিশ্বকাপে আবার স্বমহিমায় ফিরতে
আন্তর্জাতিক ফুটবলে ফেরার এমনটাই ইঙ্গিত সুইডিস তারকার৷
চোটের জন্য ৩৬ বছর বসয়ী ইব্রাহিমোভিচকে খুব একটা বেশি মাঠে নামতে দেখা যায়নি৷ চলতি মরশুমে মাত্র পাঁচটি প্রিমিয়র লিগ ম্যাচ খেলেছেন তিনি৷ গত ডিসেম্বরে শেষবার পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন৷ জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে ইব্রা বলেন, ‘জাতীয় দলকে মিস করি৷ যদি মনে হয়, তবে ফিরতে পারি৷ তার আগে জাতীয় দলের হয়ে ভাল কিছু করার তাগিদ অনুভব করতে চাই৷ ইব্রাহিমোভিচকে ছাড়াই গত নভেম্বরে দুই লেগের প্লে-অফে ইতালিকে ১-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সুইডেন৷ আগামী ১৮ জুন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা৷ গ্রুপে তাদের লড়াই করতে হবে মেক্সিকো এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন