কলকাতা: দোলের দিন কলকাতায় বিশৃঙ্খলা করার দায়ে গ্রেফতার করা হল বেশ কিছু দুষ্কৃতিকে। কলকাতার বিভিন্ন এলাকা থেকে ধৃত ৫১৮ জন । শুধুমাত্র কসবা চত্বর থেকেই গ্রেফতার ৮৯ জন । দোলে বিশৃঙ্খলার অভিযোগে ১৬১ জনকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেট । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন শহরে বাইকবাহিনীর দাপট চোখে পড়ে । মত্ত অবস্থায় বেপরোয়াভাবে বাইক চালাতে দেখা যায় অনেককেই । অধিকাংশ বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না । সিগন্যালের তোয়াক্কাও করেননি তাঁরা । পুলিশ তাদের রেয়াত করে নি । গ্রেফতার করে ।
অনিচ্ছুকদের গায়ে রঙ না দেওয়ার বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ ৷ পূর্ব কলকাতা ও বন্দর এলাকায় বাড়ানো হয় পুলিশি নজরদারি ৷ কোনওরকম অশান্তির খবর পাওয়ার মিনিট খানেকের মধ্যেই যাতে পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পৌঁছে যায় সেই বিষয়টিতেও লালবাজার তরফে জোর দেওয়া হয় ৷ শুক্রবার হোলির দিন নামানো হয়েছে রেডিও ফ্লাইং স্কোয়াড, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসকিউ টিম ৷
অন্য দিকে, শুক্রবার দমদম থানার মতিঝিলে হোলি উৎসবে তারস্বরে মাইক বাজানোয় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে । অসুস্থ বোধ করছেন বৃদ্ধ-বৃদ্ধারা । দমদম থানায় অভিযোগ জানিয়েও ফল মেলেনি । ১০০ নম্বর ডায়াল করেও সমস্যা মেটেনি। অভিযোগ ভুক্তভোগী কয়েকজনের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন