রং তোলার ঘরোয়া সাত উপায় - Aaj Bikel
রং তোলার ঘরোয়া সাত উপায়

রং তোলার ঘরোয়া সাত উপায়

Share This

হোলি মানেই রঙের উৎসব। রঙ আর আবিরের ছড়াছড়ি৷ সারাদিন রঙ মেখে সং হওয়ার পর কীভাবে ওঠানো যায় রং? সাত ঘরোয়া উপায় তুলে ফেলুন মুখে রঙ৷

উপায় ১- রং খেলার আগে হাতে-মুখে অলিভ অয়েল বা নারকেল তেল মেখে নিন। দেখবেন পরে রং তুলতে কোনও সমস্যাই হবে না।

উপায় ২- মুখের রং তুলতে সাবানের ব্যবহার করবেন না। বরং মুখের রং তুলতে ফেসওয়াশের বদলে ব্যবহার করুন ক্লিনজার। যাদের ব্রণর সমস্যা রয়েছে তাঁরা ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন। তেল মুখে লাগিয়ে নিয়ে তুলো দিয়ে রঙ আস্তে আস্তে রং তুলে ফেলুন।

উপায় ৩-
অনেকেরই ত্বক বেশ শুষ্ক ধরণের হয়ে থাকে। সেক্ষেত্রে রং খেলে আসার পর দই ও বেসন দিয়ে প্যাক তৈরি করে মুখে মাখুন। ২০ মিনিট রাখার পর তা ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে লেগে থাকা অধিকাংশ রংই ভ্যানিশ।

উপায় ৪- অনেকেরই ত্বক বেশ তৈলাক্ত প্রকৃতির। তাঁদের জন্য এই প্যাকটি বেশ উপকারী। মুসুর ডাল এবং কমলালেবুর খোসা বেটে পেস্ট তৈরি করে নিন। রং খেলার পরই পেস্টটি মুখে মাখুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

উরায় ৫- অ্যামন্ড পেস্টের সঙ্গে মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। প্রয়োজনে তাতে কয়েক ফোঁটা লেবুর রসও মিশিয়ে দিতে পারেন। রং খেলার পরই এই প্যাক মুখে মেখে আধ ঘণ্টা রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

উপায় ৬- রং খেলার পর সমপরিমাণ বেসন ও চালের গুড়ো দিয়ে মিশ্রন বানান। কাঁচা হলুদ বেটে তাতে গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ওই মিশ্রনে মেশানোর পর ত্বকে লাগান। এতে রং ওঠার পাশাপাশি ত্বকও ভাল থাকবে।

উপায় ৭- পাকা কলা বেটে একটি মিশ্রণ তৈরি করুন। তাতে মিশিয়ে দিন কয়েক ফোঁটা মধু। রং খেলার পর প্যাকটি মুখে মাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

কোন মন্তব্য নেই: