হোলি উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখমন্ত্রীর - Aaj Bikel
হোলি উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখমন্ত্রীর

হোলি উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখমন্ত্রীর

Share This

কলকাতা : শুক্রবার হোলি উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, পবিত্র উৎসব হোলি উপলক্ষ্যে সকলকে আমার হার্দিক শুভেচ্ছা জানাই । প্রার্থনা করি শান্তি ও ভালোবাসার রঙে জীবন পরিপূর্ণ হোক ।

এরআগেও রাজ্যবাসীকে রঙের উৎসবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী । প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নবান্নে বৈঠক করেন তিনি । বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার । শান্তিতে দোলে এবং হোলি পালনের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী ।

হোলির পাশাপাশি আসন্ন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে জনপ্রতিনিধিদের নিজেদের এলাকায় শান্তি বজায় রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী । উৎসবে মাইক বাজিয়ে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যাতে বিঘ্ন না ঘটানো হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি । এদিকে ক্যালেন্ডারের সৌজন্যে দোল উপলক্ষ্যে টানা চারদিন ছুটি উপভোগ করছেন রাজ্য সরকারি কর্মচারীরা । বৃহস্পতিবার দোলযাত্রা উপলক্ষ্যে ছুটি ছিল । আজ শুক্রবার হোলি, রঙের উৎসবে মাততে দেশজুড়ে এদিন ছুটির মেজাজ । তারপর রয়েছে উইকেন্ড, আগামীকাল শনিবার, পরশু রবিবার । ফলে লম্বা ছুটির জন্য খুশির মেজাজে রাজ্যবাসী ।

কোন মন্তব্য নেই: