কলকাতা: আর দেরি নেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের। সব ঠিক থাকলে ২ এপ্রিল ঘোষণা হতে চলেছে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট। ইঙ্গিতটা আগেই ছিল। মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া সব কাজ ৩০ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেন। তারপর থেকেই শুরু হয় জল্পনা। আজ রাজ্য নির্বাচন কমিশনে উচ্চ পর্যায়ের বৈঠকে দিনক্ষণও মোটামুটি ঠিক হয়ে গেল।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, প্রশাসন রমজানের আগেই শেষ করতে চাইছে পঞ্চায়েত ভোট। নির্বাচন কমিশনের সূত্র জানাচ্ছে, কমিশন একটি সূচি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। নির্বাচন কমিশনে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ,এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং রাজ্যের নির্বাচনী অধিকারিক অমরেন্দ্র সিং। সূত্রের খবর, বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়েই কথা হয়| আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল, এখন নির্বিঘ্নে মনোনয়ন পর্ব শেষ করাই কমিশনের প্রধান কাজ|
এদিকে সূত্র বলছে, আগামী ২৮ মার্চ নির্বাচন নিয়ে সর্বদল বৈঠক ডাকতে চলেছে কমিশন। সেদিনই অনেকটা চূড়ান্ত হবে ভোটের রূপরেখা। কারণ, সরকার-কমিশন একমত হলেও রাজনৈতিক দলগুলি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ মানতে না চাইলে জল গড়াতে পারে অনেকদূর। পুলিশের কাছে কমিশনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে কি না তা জানতে চাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদের বক্তব্য কমিশনে জানানো হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে বিষয়টি নিয়ে। তারপরই জানানো হবে যে সূচি বানানো হয়েছে তার কোনও বদল হবে কি না। তবে নবান্ন সূত্র জানাচ্ছে, প্রশাসন চাইছে ১৫ মে-র মধ্যে ভোটপর্ব শেষ করতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন