ইন্টারনেট স্পিডে বিশ্বের কততম স্থানে রয়েছে ভারত? দেখলে হতাশ হবেন! - Aaj Bikel
ইন্টারনেট স্পিডে বিশ্বের কততম স্থানে রয়েছে ভারত? দেখলে হতাশ হবেন!

ইন্টারনেট স্পিডে বিশ্বের কততম স্থানে রয়েছে ভারত? দেখলে হতাশ হবেন!

Share This

মুম্বই: মোবাইল ডেটা ব্যবহারের নিরিখে বিশ্বে বৃহত্তম হলেও ইন্টারনেট ডাউনলোড স্পিডে ১০৯তম স্থানে রয়েছে ভারত। সোমবার প্রকাশিত উকলার স্পিড টেস্ট রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। মোবাইল ইন্টারনেট ডাউনলোড স্পিডে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। তাদের স্পিড ৬২.০৭ এমবিপিএস। রিলায়েন্স জিও পরবর্তী দেশে শুরু হওয়া ‘ডেটাযুদ্ধে’র পরিপ্রেক্ষিতে এদিন প্রকাশ্যে এল এই রিপোর্ট।

গত ডিসেম্বরে নীতি আয়োগের চিফ এগজিকিউটিভ অমিতাভ কান্ত বলেছিলেন, ডেটা ব্যবহারের নিরিখে ভারত বিশ্বে প্রথম। পরিমাণ ১৫০ কোটি গিগাবাইট। যা আমেরিকা ও চীনের যৌথ ডেটা ব্যবহারের থেকে বেশি। এদিন উকলার স্পিড টেস্ট রিপোর্ট জানিয়েছে, গত বছরের নভেম্বরের (৮.৮০ এমবিপিএস) তুলনায় গত ফেব্রুয়ারিতে (৯.০১ এমবিপিএস) ভারতের মোবাইল ইন্টারনেট ডাউনলোড স্পিড বাড়লেও ব়্যাঙ্কিংয়ের উন্নতি ঘটেনি। 

১০৯তম স্থানেই রয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। তবে, ফিক্সড লাইন ব্রডব্যান্ড ডাইনলোড স্পিডে উন্নতি হয়েছে ভারতের ব়্যাঙ্কিংয়ে। গত বছরের ৭৬তম স্থান থেকে ফেব্রুয়ারিতে ভারত উঠে এসেছে ৬৭তম স্থানে। ডেটা ডাউনলোড স্পিড বেড়ে হয়েছে ২০.৭২ এমপিএস। এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। তাদের ডাউনলোড স্পিড ১৬১.৫৩ এমবিপিএস।

কোন মন্তব্য নেই: