নায়াদিল্লি: সময়ে দূরপাল্লার ট্রেন চলাচলে এবার আরও উদ্যোগী হচ্ছে রেল৷ কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মধ্যে সংযোগ রক্ষাকারী সুপারফাস্ট মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির জন্য নির্ধারিত গতিবেগে যাতে কোনওরকম প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে চাইছে রেলমন্ত্রক৷ অর্থাৎ এগুলির জন্য নির্ধারিত প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগ যাতে কোনওভাবেই না কমে, সেটিই রক্ষা করতে চাইছে কেন্দ্র৷ তৈরি হচ্ছে ‘অ্যাকশন প্ল্যান’৷
এই ইস্যুতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রেলবোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি ইতিমধ্যেই রেলের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের আধিকারিকদের চিঠি দিয়েছেন বলে খবর। নির্ধারিত গতিবেগ যাতে না কমে, তার জন্য কী কী পদক্ষেপ করা যায়, সেই সংক্রান্ত অ্যাকশন প্ল্যান আগামী ১৩ এপ্রিলের মধ্যে পেশ করার জন্য ওইসব আধিকারিককে নির্দেশ দিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন