কলকাতা: নিজেই সওয়াল করে বিএড পরীক্ষায় বসার সুযোগ করে নিলেন অভিমন্যু দেবশর্মা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার নির্দেশ, ৪ এপ্রিল থেকে ২০১৬-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য যে পরীক্ষা নেওয়া হবে, সেখানে এই আবেদনকারী ও আরও একজনকে যেন বসতে দেওয়া হয়। এজন্য তাঁদের নামও যেন নথিভুক্ত করা হয়। মূল মামলার শুনানি চলবে।
শিক্ষা ও চাকরির সমস্ত আপডেট পেতে ‘facebook.com/Aajbikal/’ ফেসবুক পেজ লাইক করুন৷
মালদহ বিএড কলেজে বিএড পড়ার জন্য ২০১৬ সালে অভিমন্যু ভর্তি হয়েছিলেন। কলেজটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অনুমোদিত। এই পাঠ্যক্রমে ভর্তি হওয়ার জন্য সাধারণ প্রার্থীদের অনার্স বিষয়ে ৫০ ও তফসিলিদের ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হয়। তা থাকায় কলেজ তাঁকে ভর্তি করে নেয়। কিন্তু, তাঁর নাম রেজিস্ট্রেশনের সময় বেঁকে বসে বিশ্ববিদ্যালয়। মামলার বয়ান অনুযায়ী, বিশ্ববিদ্যালয় দাবি করে, অনার্স সহ পাস বিষয়গুলিতেও প্রার্থীর ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। এই বিতর্কের সম্মুখীন হয়ে তিনি ২০১৭ সালে হাইকোর্টের দ্বারস্থ হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন