আজ শুরু উচ্চ মাধ্যমিক, সঙ্গে রাখুন সংসদের জরুরি ফোন নম্বর - Aaj Bikel
আজ শুরু উচ্চ মাধ্যমিক, সঙ্গে রাখুন সংসদের জরুরি ফোন নম্বর

আজ শুরু উচ্চ মাধ্যমিক, সঙ্গে রাখুন সংসদের জরুরি ফোন নম্বর

Share This

কলকাতা: আজ, মঙ্গলবার কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ এ বছরের একই সঙ্গে শুরু হচ্ছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও৷ চলবে ১১ এপ্রিল পর্যন্ত৷ পরীক্ষা উপলক্ষে এ বারই প্রথম কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা হচ্ছে৷

রাজ্য পুলিশের সহায়তায় জেলা পুলিশও পৃথক কন্ট্রোল রুম খুলছে৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস এক বিবৃতিতে জানিয়েছেন, পরীক্ষা সংক্রান্ত যে কোনও জরুরি প্রয়োজনে কেন্দ্রীয় টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে৷ হেল্প ডেস্ক নম্বর হল -১৮০০১০৩৯৩৪১৷ কেন্দ্রীয় কন্ট্রোল রুমের অন্যান্য নম্বর -০৩৩ -২৩৩৭৪৯৮৪ /৮৫ /৮৬ /৮৭৷ এ ছাড়াও জরুরি প্রয়োজনে অফিসার অন স্পেশাল ডিউটির সঙ্গে ৯০৭৩৭৯৪১০৫ নম্বরে ও উপসচিব (পরীক্ষা )-র সঙ্গে ৯০৭৩৭৯৪১৬৭ নম্বরে সরাসরি কথা বলা যাবে৷ 

আঞ্চলিক কেন্দ্রের নম্বর, উত্তরবঙ্গ কার্যালয় ০৩৫৩ -২১১০৭১৪ /১৫ , মেদিনীপুর কার্যালয় -০৩২২২২৭৬৩১৮ , বর্ধমান কার্যালয় -০৩৪২ ২৫৪৪৭২০ , কলকাতা আঞ্চলিক কেন্দ্র ০৩৩ ২৩৩৪৭১২৫ /৩১৯৩৷ একাদশ ও দ্বাদশ মিলিয়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭ লক্ষ৷ গত বারের তুলনায় উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী বেড়েছে প্রায় ৫৩ হাজার৷ এ বছরই বাংলা , ইংরেজির পাশাপাশি প্রথম হিন্দিতে প্রশ্ন হচ্ছে৷ একাদশ ও দ্বাদশে দুটি পরীক্ষায় ৪২টি বিষয়ে তিন ভাষার প্রশ্নপত্র চালু হচ্ছে৷ উচ্চ মাধ্যমিকে সকাল ১০টা থেকে দুপুর সওয়া ১টা পর্যন্ত পরীক্ষা হবে৷

কোন মন্তব্য নেই: