কোথায় আছে চাকরির সুযোগ? নিখরচায় জাবানে শ্রম দফতর - Aaj Bikel
কোথায় আছে চাকরির সুযোগ? নিখরচায় জাবানে শ্রম দফতর

কোথায় আছে চাকরির সুযোগ? নিখরচায় জাবানে শ্রম দফতর

Share This

কলকাতা: কোন পেশা বেছে নিলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কোথায় আছে চাকরির সুযোগ? পেশার জগতে নিজের জায়গা করে নিতে এ সবের খুঁটিনাটির খোঁজ দেবে সরকারি দফতর৷ বেসরকারি প্লেসমেন্ট সংস্থার বলদে এবার সেই পরিষেবাই মিলবে সরকারের তরফে৷ নিখরচায়৷ শ্রম দফতরের উদ্যোগে এ জন্য সল্টলেকে তৈরি হল ‘মডেল কেরিয়ার সেন্টার’৷ 

সোমবার পূর্ত ভবনে ওই প্রকল্পের উদ্বোধন করে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘বেকারত্ব ঘোচাতে আমরা বদ্ধপরিকর৷’ কর্মপ্রার্থীদের রোজগারের সুযোগ করে দিতে সরকারের পক্ষ থেকে ‘রোজগার মেলা’ ও আয়োজন করা হবে৷ প্রথমে কলকাতা, পরে ধাপে-ধাপে অন্যান্য জেলায় এই মেলা হবে বলে মলয় জানান৷

পাশাপাশি পাইলট প্রোজেক্ট হিসাবে সল্টলেকে প্রথম ‘মডেল কেরিয়ার সেন্টার’ চালু করা হলেও, পরে সব জেলাতেই তা হবে বলে জানান শ্রমমন্ত্রী৷ এই সেন্টারের পরিষেবা পেতে এমপ্লয়মেন্ট ব্যাংক নিজেদের নাম নথিভুক্ত করতে হবে কর্মপ্রার্থীদের৷ এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত ও বিধায়ক সুজিত বসু৷ উদ্যোগের প্রশংসা করে শ্রমমন্ত্রীর কাছে মেয়র অনুরোধ করেন,‘কতজন বেকার নাম নথিভুক্ত করছেন, আর কতজন সুবিধে পাচ্ছেন, সেই তালিকা প্রকাশ করা হলে নতুন প্রজন্ম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ঘিরে আগ্রহী হবে৷’ মেয়রের এই অনুরোধ দফতর গুরুত্ব সহকারে পর্যালোচনা করবে বলে মলয় জানান৷

কোন মন্তব্য নেই: