ওয়াশিংটন: চিনের পর রাশিয়া৷ এ বার দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পাততাড়ি গুটিয়ে ফেলল উবর৷ সংস্থাসূত্রে খবর, সিঙ্গাপুর স্থিত প্রতিদ্বন্দ্বী সংস্থা ‘গ্র্যাব’ এর হাতে নিজেদের অ্যাপ-ক্যাব এবং খাদ্য পরিবহণ বিক্রি করে দিচ্ছে মার্কিন অ্যাপ-ক্যাব সংস্থা উবর৷ বদলে নতুন সংস্থার ২৭ .৫ % অংশিদারিত্ব পাবে তারা৷
তবে এর জেরে ভারতে উবরে’র পরিষেবায় কোনও প্রভাব ফেলবে না৷ যদিও একাধিক মহলে জল্পনা শুরু হয়েছে, এরপরে ভারতেও অপর জনপ্রিয় অ্যাপ-ক্যাব সংস্থা ‘ওলা’র সঙ্গে মিশে যেতে পারে উবর৷ কারণ, সম্প্রতি প্রায় ৬,৯০০ কোটি টাকা উবর বিনিয়োগ করেছে ‘ওলা’র অন্যতম লগ্নিকারী জাপানি অর্থলগ্নি সংস্থা সফ্টব্যাঙ্ক৷ জল্পনা ইন্ধন পাচ্ছে আরও একটি তথ্যে৷ সিঙ্গাপুরের ‘গ্র্যাব’-এও বড় অংশিদারিত্ব রয়েছে সফ্টব্যাঙ্কের৷ ফলে, নিজেদের সহযোগী সংস্থাগুলির মধ্যে ব্যবসার কাটাকুটিতে যাতে বাজার মার না খায়, তার জন্য চাপ দিতে পারে তারা৷
২০১৬ সালে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর চিনে তাদের ব্যবসা প্রতিদ্বন্দ্বী দিদি চুশিং -এর কাছে একই ভাবে বিক্রি করে দিয়ে নতুন সংস্থায় অংশিদারিত্ব নিয়েছিল উবর৷ এরপর গত বছরে রাশিয়ায় ইয়ানডেক্স -এর সঙ্গেও নিজেদের ব্যবসা মিশিয়ে দিয়েছিল মার্কিন অ্যাপ ক্যাব সংস্থাটি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন