রায়পুর: দু’বছরের বিএড কোর্স করাকালীন গর্ভবতী হওয়া চলবে না৷ ছাত্রীদের দিয়ে এমনই হলফনামা স্বাক্ষর করিয়ে নিচ্ছেন ছত্তিসগড়ের সন্ত হরকেওয়াল বিএড কলেজ কর্তৃপক্ষ৷ না বুঝেই সেই হলফনামায় সই করেছিলেন বছর চব্বিশের প্রতিভা মিনজ, তখন তিনি তিন মাসের গর্ভবতী৷ সেই অবস্থায় নিয়মিত ক্লাসও করেছেন৷
সমস্যার সূত্রপাত গত ৬ ডিসেম্বর৷ প্রতিভার তখন আট মাসের গর্ভবস্থা৷ সেই অবস্থায় আটর্সের ক্লাসে তাঁকে নাচতে বাধ্য করেন শিক্ষকরা৷ ওই অবস্থায় টানা ক্লাস করেন প্রতিভা৷ ৩ ফেব্রুয়ারি তিনি একটি সন্তানের জন্ম দেন, তার পর থেকে ছুটিতে ছিলেন৷ প্রতিভার অভিভাবক ছুটির দরখাস্ত জমা দিতে গেলে প্রিন্সিপাল তা নামঞ্জুর করে দেন৷
কোর্সের জন্য প্রায় ৩০,০০০ টাকা দেওয়া সত্ত্বেও ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষায় প্রতিভাকে বসতে দিতে অস্বীকার করেন তাঁরা৷ পরীক্ষায় বসতে গেলে ৮০% উপস্থিতি থাকা প্রয়োজন৷ সেখানে গত ফেব্রুয়ারি অবধি প্রতিভার ৯৪% উপস্থিতির হার রয়েছে৷ তবু কেন পরীক্ষায় বসতে পারবেন না, তার সদুত্তর পাননি ওই ছাত্রী৷ সংবাদমাধ্যমে খবর পেয়ে জেলাশাসক সক্রিয় হলেও ভবিষ্যৎ নিয়ে চিন্তায় প্রতিভা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন