গুৱাহাটী : অসমে এক-শিক্ষক পরিচালিত প্ৰাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২,৭২৩। তাছাড়া শিক্ষানীতির অধীনস্ত একটি বিদ্যালয়ে ১:৩০ অনুপাতে শিক্ষক ও শিক্ষাৰ্থীর সংখ্যা থাকা দরকার হলেও অসমে ১০,২৪৯টি স্কুল শিক্ষক সংকটে ভুগছে। বিধায়ক বিনন্দকুমার শইকিয়ার এক প্ৰশ্নের উত্তরে বিধানসভায় আজি মঙ্গলবার এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।
তাছাড়া এক-শিক্ষক পরিচালিত বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব দূর করা সম্পর্কে মন্ত্ৰী ড. শর্মা জানান, এক-শিক্ষক পরিচালিত বিদ্যালয়ে শিক্ষকসমস্যা দূর করতে সৰ্বশিক্ষা অভিযানের মাধ্যমে সময় সময় ঠিকাভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা বিভাগ শূন্য পদে নিযুক্তির ব্যবস্থাও গ্ৰহণ করেছে বলে জানান তিনি। এছাড়াও বেশি সংখ্যক শিক্ষক রয়েছেন এমন বিদ্যালয় থেকে কম শিক্ষক সংবলিত বিদ্যালয়গুলিতে শিক্ষকদের বদলি করার জন্য ইতিমধ্যে এক অনলাইন ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন